বোর্ডের জীবনকৃতি সম্মানের দৌড়ে এগিয়ে শচীন
Sachin Tendulkar leads the race for Board's lifetime achievement award

Truth Of Bengal : শচীন তেন্ডুলকর। তিনি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী। ক্রিকেটের ২২ গজে একাধিক রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। সেই শচীন রমেশ তেন্ডুলকরই এবার জীবনকৃতি সম্মানে ভূষিত করতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এমনটাই জানা গিয়েছে সংবাদসংস্থা সূত্রে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার শচীনকে ২০২৪-র সিকে নাইডু জীবনকৃতি সম্মান দিতে চলেছে বিসিসিআই। তবে সূত্রের খবর, এখনও অবধি এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত, এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল ১৯৯৪ সালে। শচীন এই পুরস্কার প্রাপকদের তালিকায় থাকবেন ৩১ নম্বর স্থানে। গত বছর সিকে নাইডু নামাঙ্কিত জীবনকৃতি সম্মানে ভূষিত হয়েছিলেন প্রাক্তন দুই ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার ও রবি শাস্ত্রী।
উল্লেখ্য, শচীন জাতীয় দলের জার্সি গায়ে ৬৬৪টি টেস্টে ৫১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। একদিনের ম্যাচ খেলেছেন ৪৬৩টি। সেখানে তাঁর মোট রান ১৮, ৪২৬ রান। মাস্টার ব্লাস্টারের নামের পাশে রয়েছে ১০০টি রান।
শচীনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে। আর তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটেছিল ২০১৩ সালে। দীর্ঘ এই ক্রিকেট জীবনে শচীন বিশ্বকাপ জিতেছেন ২০১১ সালে।