নেশন লিগে বড় জয় পেল পর্তুগাল, জোড়া গোল সিআর সেভেনের
Portugal secures big win in Nations League, CR7 scores twice

Truth of Bengal: তাঁর দিনে মাঠে তিনিই রাজা। এর প্রমাণ একবার নয়, বহুবার তার প্রমাণ দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
শুক্রবার রাতে নেশন লিগের ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হয় পর্তুগাল। পোলিশদের বিপক্ষে সেই ম্যাচে একটি ওভারহেড কিক, একটি পেনাল্টি শট, দুটি গোল, একটি অ্যাসিস্ট—একজন ফরোয়ার্ডের জন্য একটা ম্যাচ থেকে এর চেয়ে বেশি কি চাই! সবই এল তাঁর কাছ থেকে।
বছর ৩৯-এর এই পর্তুগিজ অধিনায়ক এখনও যেন ফুটবল পায়ে অশ্বমেধের ঘোড়া। কাজেই তাঁর দিনে বিপক্ষের যে কি হাল হয় তার প্রমাণ আবারও পাওয়া গেল শুক্রবার এস্তাদিও স্টেডিয়ামে। পোল্যান্ডকে ৫-১ গোলের ব্যবধানে হারালেন পর্তুগিজরা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধে যেন দেখা গেল অন্য পর্তুগালকে। জ্বলে উঠলেন রোনাল্ডো, জ্বলে উঠল পর্তুগাল। ৫৯ মিনিটে রাফায়েল লিও-র প্রথম গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৭২ মিনিটে প্রথম গোলের খাতা খোলেন সিআর সেভেন। তারপর ৮০ মিনিটে পর্তুগালকে ফের এগিয়ে দেন অভিজ্ঞ ম্যান-ইউ ফুটবলার ব্রুনো ফার্নান্ডেজ।
তিন মিনিট যেতে না যেতেই আবার গোল পর্তুগালের। এবার স্কোরশিটে নাম তুললেন পেড্রো নেটো। নির্ধারিত সময়ের ম্যাচ শেষ তিন মিনিট আগে পেনাল্টি থেকে পোলিশ কফিনে শেষ পেঁরেকটি পুঁতে দিয়ে দলের জয় নিশ্চিত করলেন সেই রোনাল্ডো।
এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই নজির গড়লেন রোনাল্ডো। বিশ্ব ফুটবলের ইতিহাসে এখন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ জেতানো ফুটবলারের তালিকায় প্রথম স্থানে রয়েছেন পর্তুগিজ তারকা। মোট ১৩২টি ম্যাচে তিনি দেশের হয়ে জয়ের স্বাদ পেয়েছেন। এছাড়া ৯১০টি ম্যাচ খেলে ১৩৫টি গোলও রয়েছে তাঁর ঝুলিতে।