বার পুজোর দিনেও ঝামেলায় জড়ালেন অস্কার ও ক্লেটন
Oscar and Clayton got into trouble even on the day of Bar Puja

Truth Of Bengal: কোচ অস্কার ব্রুজো বনাম ক্লেটন সিলভা। ইস্টবেঙ্গলের এই অশান্তি যেন কিছুতেই মিটছে না। বাংলা নববর্ষের দিনেও অনুশীলন চলার সময়ই ফের ঝামেলায় জড়িয়ে পড়লেন তাঁরা। মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে অনুশীলন সারছিলেন অস্কার ব্রুজোর ফুটবলাররা। একদিকে পুরো দল নিয়ে অনুশীলন সারছিলেন অস্কার। অপর দিকে সহকারী প্রশিক্ষককে নিয়ে একাই অনুশীলন করছিলেন লাল-হলুদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
আচমকা দেখা যায় কোচ অস্কার মাঠে থাকা সিটিও-র সঙ্গে কথা বলতে দেখা যায় ক্লেটনকে। সেই সময়ই কোচ অস্কারও ব্রাজিলিয়ান তারকাকে কিছু বলতে শুরু করলেই দুজনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। তবে ইস্টবেঙ্গলের বাকি ফুটবলাররা ক্লেটনকে ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গেলে ঘটনার জল আর বহু দূর এগোয়নি।
তবে কোচ এবং অস্কারের এই ঝামেলাকে বিশেষ গুরুত্ব না দিয়ে ইতিবাচক দিক হিসাবেই দেখছেন লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এই ঘটনা লাল-হলুদের ইতিহাসে নতুন কিছু নয়। তবুও আমরা সাফল্য পেয়েছি। কোচের সঙ্গে ফুটবলারদের চ্যালেঞ্জ থাকবে। পাশাপাশি এটাও দেখতে হবে যাতে সেই চ্যালেঞ্জ বিশৃঙ্খলায় পরিণত না হয়। কোচ এবং ফুটবলারদের মধ্যে এই চ্যালেঞ্জ আগামী দিনে আমাদের জন্য ভাল দিক।’
উল্লেখ্য, কিছুদিন আগেও রাজরাহাটের এক্সিলেন্সি মাঠে চেন্নাইয়ের বিপক্ষে অনুশীলন ম্যাচ চলাকালীন মাত্র ৩০ সেকেন্ড মাঠে থেকেই মাঠ ছেড়েছিলেন ক্লেটন। তারপর থেকে কোচ এবং তাঁর মধ্যে দূরত্ব চলছেই। এমনকি ক্লেটনের মাঠ ছেড়ে চলে যাওয়ায় অবাক হয়েছিলেন দলের বাকি ফুটবলাররা।
প্রসঙ্গত, অস্কারের সঙ্গে লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকার অনেক দিন ধরেই এক ঠাণ্ডা যুদ্ধ চলছিল। কেননা ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে আসার পরই ক্লেটনকে তাঁর একেবারেই পছন্দ নয় বলে অনেকবারই হাবে-ভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। কিন্তু যেহেতু টিম ম্যানেজমেন্ট অস্কারের হাতে বিকল্প ফুটবলার তুলে দিতে পারেননি তাই ক্লেটনকে দলে রাখতে বাধ্য হয়েছেন অস্কার। তবে মঙ্গলবারের ঘটনা ইস্টবেঙ্গলে আগামী মরসুমে ক্লেটনের বিদায়ের পথকে প্রশস্ত করল বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।