
Truth of Bengal: সেই আংশঙ্কাই সত্যি প্রমাণিত হল। নেইমার ভক্তদের জন্য বড় দুঃসবাদ ঘোষণা করলেন আল হিলাল টিম ম্যানেজমেন্ট। আবারও কমপক্ষে একমাসের কিছু বেশি সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।
উল্লেখ্য, প্রথমে দেশের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে চোট পেয়েছিলেন নেইমার। তারপর থেকে দীর্ঘ ১টি বছর তাঁকে কাটাতে হয়েছে মাঠের বাইরে। অবশেষে গত সোমবার ব্রাজিলিয়ান তারকা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মাঠে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তাঁর ক্লাব আল হিলালের হয়ে। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নেইমারের।
প্রথমে এই চোট খুব গুরুতর নয় ভেবে ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছিলেন নেইমার। তবে তাঁর চোটের জায়গা পরীক্ষা করার পরই আল হিলালের পক্ষ থেকে জানানো হয়েছে নেইমার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছন। তাই তাঁকে আগামী ৪-৬ মাস মাঠের বাইরে থাকতে হবে।
এদিকে নেইমারের চোট প্রসঙ্গে আল হিলালের কোচ সাংবাদিকদের জানান, এটা খুবই দুঃভাগ্যজনক। ওঁর চোটটা গুরুতর। তবে হাঁটুর চোট নয়, হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে বলেই রিপোর্টে জানা গিয়েছে বলেও জানান আল হিলাল কোচ হোর্হে জেসুস।
প্রসঙ্গত, এই চোটের কারণে নেইমার ফের মাঠের বাইরে যাওয়ার ফলে অনেকের মনেই আশঙ্ক তৈরি হয়েছে আল হিলালে তাঁর ভবিষ্যৎ নিয়ে। কেননা পিএসিজ থেকে আল হিলালে যোগ দিয়ে মাত্র ৭টি ম্যাচ খেলেছিলেন ব্রাজিলিয়ান তারকা। ফলে তাঁর বর্তমান ক্লাবের কর্তা থেকে সমর্থক অনেকেরই মোহভঙ্গ হয়েছে নেইমারকে নিয়ে। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র।