
The Truth Of Bengal: নতুন জার্সি উন্মোচন করলো কলকাতা নাইট রাইডার্স। কলকাতায় কেকেআর আনপ্লাগড ইভেন্টের মাধ্যমে উন্মোচিত হল নতুন জার্সি। এই নতুন জার্সিতে রয়েছে ড্রিম ১১ এর স্পনসর।এই নতুন জার্সি গায়ে দলের তারকাদের মাঠে নামতে দেখা অপেক্ষা মাত্র। ২৩ মার্চ হোমগ্রাউন্ড এ এই মরশুমের প্রথম ম্যাচ খেলবে কেকেআর।
আইপিএল ২০২৪ মরশুমের জন্য নতুন জার্সি উন্মোচন করলো কলকাতা নাইট রাইডার্স, যার জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ছিল ভক্তরা। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতায় দলের প্রত্যেককে নিয়ে একটি ইভেন্টের মাধ্যমে জার্সি উন্মোচন করলো কেকেআর। কলকাতায় কেকেআর আনপ্লাগড ইভেন্টের মাধ্যমে উন্মোচিত হল নতুন জার্সি। এই নতুন জার্সিতে রয়েছে ড্রিম ১১ এর স্পনসর। ৩০০ এর অধিক ভক্তকে সাক্ষী রেখে বড় স্ক্রিনে নতুন জার্সির ছবি সামনে আনলো কেকেআর। অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্নভাবে এবারের জার্সি প্রকাশ করলো কেকেআর। যেমনটা আগে থেকেই শোনা যাচ্ছিলো। কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার সহ দলের প্রত্যেককেই নতুন জার্সি পড়িয়ে নাম ঘোষণা করে মঞ্চে ডাকা হয়। এছাড়াও ভেঙ্কি মাইসোর থেকে শুরু করে দলের মেন্টর গৌতম গম্ভীর এবং প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত সকলেই উপস্থিত ছিলেন।
কেকেআরের নতুন জার্সিটির প্যাটার্নটা এবছর ইন্টারন্যাশনাল লিগ টি-২০ এর আবুধাবি নাইট রাইডার্সের জার্সিটির মতো। প্রায় ৮০% মিল রয়েছে ওই জার্সির সাথে কেকেআরের নতুন জার্সির। রঙের কোনোরকম পরিবর্তন হয়নি। জার্সির কাঁধে এবং দুই পাশে রয়েছে তিরের আকৃতির ডিজাইন, এমনকি প্যান্টের দুই পাশেও একই ডিজাইন রয়েছে। এছাড়া জার্সির নীচের দিকে রয়েছে চৌকো থ্রি ডি ডিজাইন। এছাড়া জার্সির মাঝখানে রয়েছে খুব হালকা রঙের লাইন দেওয়া প্যাটার্ন।উল্লেখ্য, ২৩ মার্চ এই মরশুমের প্রথম ম্যাচ খেলবে কেকেআর। হোমগ্রাউন্ড কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কেকেআর। এই নতুন জার্সি গায়ে দলের তারকাদের মাঠে নামতে দেখার অপেক্ষা আর করতে পারছেন না কেকেআর ভক্তরা।