
Truth Of Bengal: শেষ পর্যন্ত জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন ভারতীয় জ্যাভলার নীরজ চোপড়া। নীরজের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লেন প্রাক্তন টেনিস খেলোয়াড় হিমানি মর। নীরজ তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রবিবার সকলকে চমকে দিয়েছিলেন।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের নিয়ে সারলেন ভারতের সোনার ছেলে। এবং বিয়ে সেরেই নবদম্পতি মধুচন্দ্রিমার জন্য পাড়ি দিলেন মার্কিন মুলুকে। তবে নীরজের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, নব দম্পতি মধুচন্দ্রিমা থেকে ফিরে এলেই একটি জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে চোপড়া পরিবারের।
সোনার ছেলের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল গত ১৪ জানুয়ারি। সেদিন ও তার পরদিন অনুষ্ঠিত বিয়ের নানারকম ক্রিয়াকর্ম। এবং ১৬ জানুয়ারি নীরজ সাতপাঁকে বাঁধা পড়েন হিমানির সঙ্গে।
নীরজের বিয়ের প্রসঙ্গে তাঁর কাকা ভীম চোপড়া জানান, বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। তবে নীরজ ও হিমানি মধুচন্দ্রিমা থেকে ফিরে এলেই একটা জমকালো রিসেপশনের পরিকল্পনা রয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নীরজের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের পাশাপাশি শুভাকাঙ্খিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।