মুম্বই শক্তিশালী প্রতিপক্ষ, এই ম্যাচেও লড়াইয়ের আশ্বাস চের্নিশভের
Mumbai is a strong opponent, Chernyshev is confident of fighting in this match

Truth Of Bengal: রবিবার কিশোর ভারতীতে আইএসএল-র ম্যাচে মুম্বই-র মুখোমুখি হবে মহমেডান। এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের দিকে একবার তাকালে দেখা যাবে বাণিজ্য নগরীর দলটি রয়েছে ৯ নম্বর স্থানে। অন্য দিকে মহমডোন রয়েছে একেবারে শেষে।
অর্থ্যাৎ মুম্বইয়ের মত দলও চলতি আইএসএল-এর মঞ্চে একেবারেই ভাল ফর্মে নেই। তাই নিজেদের ঘরের মাঠে বিপিন-ছাংতেদের হারানোর স্বপ্ন দেখছেন সাদা-কালো শিবিরের রাশিয়ান কোচ আন্দ্রে চের্নিশভ। তবে মুম্বই ম্যাচের আগে সাদা-কালো সমর্থকদের জন্য দুঃখের খবর যে চোটের কারণে আগামী তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার গৌরব বোরা।
শনিবার সাংবাদিক সম্মেলনে মহমেডান কোচ জানান, বিগত ম্যাচগুলির মতো এই ম্যাচেও আমার দল ভাল খেলার চেষ্টা করবে। যদি কপাল সঙ্গ দেয়, তাহলে আমরা জিততেও পারি। কেননা, আগের ম্যাচগুলিতে ভাল খেলেও গোল নষ্টের খেসারত দিতে হয়েছে আমাদের। পাশাপাশি সঙ্গ দেয়নি ভাগ্যও। তবে এইসব ভেবে আর এখন লাভ নেই। সামনের দিকে তাকাতে চান বলেই জানান সাদা-কালো কোচ।
তিনি আরও বলেন, খেলোয়াড়রাও তাঁদের সাধ্যমত প্রতিটা ম্যাচেই সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। মুম্বই শক্তিশালী প্রতিপক্ষ। হয়ত চলতি আইএসএল-এ ওরা সেভাবে খেলতে পারছে না। তবুও ওদের দলে অনেক ভাল ভাল খেলোয়াড় আছেন, যাঁরা যে কোনও সময় জ্বলে উঠতে পারেন। আমরা সেইদিকে লক্ষ্য রেখেই রবিবারের সন্ধ্যায় মাঠে নামব। এবং চেষ্টা করব ভাল খেলার।
অন্য দিকে পুরনো দলের বিপক্ষে আগামীকাল ম্যাচ খেলতে হবে মহমেডান গোলরক্ষক ভাস্কর রায়কে। রবিবারের ম্যাচে এইসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন সাদা-কালো গোলরক্ষক। তিনি জানান, ম্যাচের আগে আমার বর্তমান দল নিয়েই আমি সবসময় চিন্তা-ভাবনা করি। মুম্বই আমার পুরনো দল ঠিক কথাই, আমি এখন মহমেডান গোলরক্ষক। তাই আমারও লক্ষ্য থাকবে নিজের দলের হয়ে সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নেওয়া। পাশাপাশি চেষ্টা করব বিগত ম্যাচগুলোর থেকেও ভাল খেলার। যাতে আমার দল অন্তত জেতার মুখ দেখতে পায়।
এখন দেখার ঘরের মাঠে মুম্বইকে হারিয়ে কেরল ম্যাচ খেলতে যাওয়ার আগে মহমেডান কোনও অঘটন ঘটাতে পারে কি না। যদি ম্যাচে কোনওরকম অঘটন ঘটিয়ে চের্নিশভের ছেলেরা জয় তুলে নিতে পারে, তাহলে ফের সাপ-লুডোর লিগ টেবিলে আবার শেষ স্থান থেকে হায়দরাবাদ ও ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে উঠে আসবে সাদা-কালো ব্রিগেড।