মাঠে গুরুতর অসুস্থ হাসপাতালে ভরতি মিডফিল্ডার এডোয়ার্দো
Midfielder Eduardo admitted to hospital with serious illness on the field

Truth Of Bengal: এর আগে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ডেনমার্কের ফুটবলার এরিকসেন। দীর্ঘদিন চিকিৎসার পর বর্তমানে মাঠে ফিরেছেন। এবার সিরি এতে দেখা গেল সেই ইউরো কাপে এরিকসেনের মতোই এক হৃদয়বিদারক ঘটনা।
রবিবার রাতে সিরি-এ লিগে ইন্টার মিলান মুখোমুখি হয়েছিল ফিওরেন্তিনার। সেই ম্যাচের ১৬ মিনিটে আচমকাই মাঠে অসুস্থ হয়ে পড়েন ফিওরেন্তিনার মিডিও এডোয়ার্দো বোভ। বছর ২২-র এই ফুটবলার মাঠে অসুস্থ হওয়ার পরই রেফারি ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
সূত্রের খবর, এডোয়ার্দো বর্তমানে ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মিডিও।এরপর নিজেদের দলের এই মিডিওর শারীরিক অবস্থার খবর জানিয়ে তাঁর ক্লাব ফিওরেন্তিনোর পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন বোভ। এখনও তাঁকে চিকিৎসকদের কড়া নজরদারিতে আইসিইউ-তে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা তাঁর ওপর চিকিৎসকদের কড়া নজরদারি থাকবেও জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
হাসপাতাল সূত্রে খবর, বোভের শরীরের কার্ডিওলজি, নিউরোলজিক্যাল পরীক্ষাগুলো করে দেখা গিয়েছে, তাতে বিশেষ কোনও ক্ষতি হয়নি। তবে তাঁকে শারীরিকভাবে সুস্থ হতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে এক মরশুমের জন্য লিয়েনে ফিওরেন্তিনোতে যোগ দিয়েছিলেন বোভ। অক্টোবর মাসে ফিওরেন্তিনোর জার্সি গায়ে রোমার বিপক্ষে প্রথম গোল করেন তিনি। শুধু ক্লাব ফুটবলেই নয়, বোভ এর আগে অনুর্ধ্ব-১৯ ইতালির জাতীয় দলের হয়েও খেলেছেন। এখন প্রতীক্ষায় দিন গুনছিলেন কবে সিনিয়র দলের জার্সি গায়ে দেবেন সেই আশায়। এরই মাঝে ঘটে গেল এমন দুর্ঘটনা। যা তাঁকে ফের বেশ কয়েক মাস মাঠ থেকে হয়তো দূরে সরিয়ে দিল।