
The Truth Of Bengal : দিল্লি ক্যাপিটালসের তরুণ খেলোয়ার মায়াঙ্ক যাদব যে গতিতে বল করছেন তাতে জল্পণা চলছে বিশ্বকাপের স্কোয়াডে তাকে দেখা যাবে। এই জোরে বোলার যযদি বিশ্বকাপে সুযোগ পান তাহলে অনেক ব্যাটারের ঘুম উড়বে বলেই মত বিশেষজ্ঞদের।
এবারের আইপিএলে মায়াঙ্ক যাদব তার গতি দিয়ে সকলকে চমকে দিয়েছেন। দেড়শ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেছেন তিনি। তাকে নিয়ে দেশবাসী আলোচনা করছেন। প্রশ্ন হচ্ছে আইপিএলের পরে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেই দলে কি দেখতে পাওয়া যাবে মায়াঙ্ক যাদব কে? যদিও মায়াঙ্ক যাদব এই বিষয়ে বলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি ভাবছেন না । তিনি শুধু ভালো খেলে যেতে চান , শুধু ভালো বল করে যেতে চান এবং নিজের পারফরম্যান্সের দিকে জোর দিতে চান । আপাতত আইপিএলটাই খুব ভালোভাবে খেলবেন বলে তিনি জানিয়েছেন।
লাখনৌ সুপার জায়ান্টসের এই তরুণ বোলার গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে প্রথম ওভার বোলিং করার পর তিনি তলপেটে ব্যথা অনুভব করার পর তাকে আর দেখা যায়নি মাঠে । যদিও উনিশে এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে তাকে পাওয়া যেতে পারে বলেই জানা গিয়েছে। যে গতিতে মায়াঙ্ক বল করছেন সেই গতিতে যদি বল করতে থাকেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি জায়গা করতে পারেন তাহলে অনেক তাবড় তাবড় ব্যাটারের ঘুম যে উড়বে তা বলাই যায়। কারণ এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে ১৫৬ . ৭ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে বল করেছিলেন।