বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার গোরেটজকাকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড
Manchester United are interested in Bayern Munich midfielder Goretzka

Truth Of Bengal: দুটি প্রিমিয়ার লিগের ক্লাব বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার লিওন গোরেটজকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ম্যানচেস্টার ইউনাইটেড এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এই ২৯ বছর বয়সি ফুটবলারকে সই করাতে আগ্রহী বলে জানা গিয়েছে, এবং জানুয়ারিতে আরও অন্যান্য ক্লাবও তাঁকে সই করাতে আগ্রহ দেখাতে পারে। গোরেটজকা মরসুমের শুরুর সপ্তাহগুলিতে ম্যানেজার ভিনসেন্ট কোম্পানীর দলে প্রথম এগারোতে জায়গা পাননি এবং বায়ার্ন তাঁকে পরবর্তীতে সুযোগ হলে তাঁকে ছেড়ে দিতেও পারে।
বায়ার্ন প্রাথমিক ভাবে গোরেটজকাকে লোনে পাঠাতে চাইলেও পার্মানেন্ট ডিল নিয়েও উন্মক্ত রয়েছে, যদিও উদ্বেগ রয়েছে যে তার প্রতি সপ্তাহের বেতন ২৭৩,০০০ ইউরোর কারণে এই ডিল হোঁচট খেতে পারে। ২০১৮ সালে ফ্রি ট্রান্সফারে অ্যালিয়ানজ অ্যারেনায় আসা গোরেটজকা গত মরসুমে জার্মান লিগে ৩০টি ম্যাচে মাঠে নেমেছিলেন, কিন্তু ফুলহ্যাম থেকে জোয়াও পালহিনহাকে সই করার ফলে গোরেটজকাকে জোশুয়া কিমিচ এবং আলেকসান্ডার পাভলোভিচের সঙ্গে কঠিন প্রতিযোগিতা করতে হচ্ছে। তাঁর জন্য প্রথম একাদশে নিজের স্থান বানানো অনেক কঠিন হয়ে পডে়ছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে দিনামো জাগ্রেবের বিপক্ষে ৮১তম মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নামার পর জার্মানির আন্তর্জাতিক গোল স্কোরার বায়ার্নের ৯-২ ব্যবধানের একটি গোল করে।