আসরে জয় শা, কোচিং প্রস্তাব দেওয়া হয়নি কাউকে!
Jay Shah in the event, coaching was not offered to anyone!

The Truth Of Bengal : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বদলে যাচ্ছে ভারতের জাতীয় দলের কোচ। রাহুল দ্রাবিড়ের জুতোয় কে পা গলাবেন তা এখনো স্পষ্ট নয়। এদিকে বিসিসিআইয়ের তরফ থেকে অস্ট্রেলিয়ার কয়েকজন কোচের সঙ্গে যোগাযোগ করার হয়েছিল বলে যে দাবি উঠে আসছিল তা যে সত্য নয় তা বোঝাতে এবার আসরে নামলেন বিসিসিআই সচিব জয় শা । তিনি বোর্ডের ভাবমূর্তিকে অক্ষুন্ন রাখার জন্য এদিন জানালেন তিনি বা বোর্ডের কোন কর্তা এমন কোন প্রস্তাব নিয়ে যাননি কোন বিদেশী কোচের কাছে। তবে এই মুহূর্তে নতুন কোচের দরকার রয়েছে সে কথা অবশ্য মানছেন বিসিসিআই সচিব জয় শা।
মিডিয়াতে যে রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে তা একদম ঠিক নয় , সর্বৈব ভুল বলেই ব্যাখ্যা দিয়েছেন বোর্ড সচিব। এই কথাগুলো বলার সময় তিনি যোগ করেছেন এই কাজের জন্য এমন একজনকে দরকার যার পেশাদারিত্ব সর্বোচ্চ পর্যায় রয়েছে। যিনি দুনিয়ার সেরা ক্রিকেটারদেরকে সামলাতে পারবেন এবং কোটি কোটি দেশবাসীর যে আকাঙ্ক্ষা তা পূরণ করতে পারবেন। তাই বোর্ড সব দিক বিবেচনা করে এমন একজনকে নির্বাচন করবেন যিনি ভারতীয় দলকে আরও এগিয়ে নিয়ে যাবে , যার হাত ধরে ভারতীয় দল উন্নতির শিখরে যাবে। উল্লেখ্য চলতি বছরের জুন মাস পর্যন্ত বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন রাহুল দ্রাবিড় । টি টোয়েন্টি বিশ্বকাপের পর অর্থাৎ জুলাইতে রাহুল দ্রাবিড়ের জায়গায় আসবেন নতুন কোচ । কে হবেন নতুন কোচ তা নিয়ে চলছে আলোচনা । যিনি এই পদে আসুন না কেন তাঁর হাত ধরে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতবাসীর সোনার স্বপ্ন পূরণ হবে – এই আশা করছে বোর্ড ।