খেলা

দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবেগপ্রবণ ডি গুকেশ, দেখুন ভাইরাল ভিডিও

Indian Grandmaster D Gukesh becomes youngest world chess champion

Truth Of Bengal: সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৪ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চীনের ডিং লিরেনকে পরাজিত করে ইতিহাস গড়লেন ভারতের গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। বৃহস্পতিবারের (ডিসেম্বর ১২) ১৪তম নির্ধারক গেমে ডিং-এর একটি ভুল কাজে লাগিয়ে গুকেশ জয় নিশ্চিত করেন।

ডিং লিরেন যখন ড্রয়ের পথে এগোচ্ছিলেন, তখন একটি ভুল চাল দিয়ে নিজের রাজাকে বিপদের মুখে ফেলেন। ড্র হলে শুক্রবার টাইব্রেকের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ হতো। কিন্তু গুকেশ সুযোগটি কাজে লাগিয়ে ডিংকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মাত্র ১৮ বছর ৮ মাস ১৪ দিন বয়সে ডি গুকেশ বিশ্ব দাবার সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হয়ে গ্যারি কাসপারভের (২২ বছর ৬ মাস ২৭ দিন) রেকর্ড ভেঙে দেন।

ডি গুকেশ ভারতের দ্বিতীয় বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। এর আগে বিশ্বনাথন আনন্দ চারবার এই খেতাব জিতেছিলেন। ডিং লিরেনের সঙ্গে করমর্দনের পর গুকেশ আবেগে আপ্লুত হয়ে পড়েন। তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়নদের তালিকা:

ডি গুকেশ – ১৮ বছর ৮ মাস ১৪ দিন – ১২ ডিসেম্বর, ২০২৪

গ্যারি কাসপারভ – ২২ বছর ৬ মাস ২৭ দিন – ৯ নভেম্বর, ১৯৮৫

ম্যাগনাস কার্লসেন – ২২ বছর ১১ মাস ২৪ দিন – ২৩ নভেম্বর, ২০১৩

মিখাইল তাল – ২৩ বছর ৫ মাস ২৮ দিন – ৭ মে, ১৯৬০

আনাতোলি কারপভ – ২৩ বছর ১০ মাস ১১ দিন – ৩ এপ্রিল, ১৯৭৫

ভ্লাদিমির ক্রামনিক – ২৫ বছর ৪ মাস ১০ দিন – ৪ নভেম্বর, ২০০০

ইমানুয়েল লাস্কার – ২৫ বছর ৫ মাস ২ দিন – ২৬ মে, ১৮৯৪

গুকেশের এই অর্জন শুধু ভারতের জন্য নয়, সারা বিশ্বের দাবা ইতিহাসের জন্য এক নতুন অধ্যায়।

Related Articles