খেলা

টিম গেম খেললেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য পাবে ভারত : মদনলাল

India will succeed in Champions Trophy if they play team game: Madan Lal

Truth Of Bengal: সুদীপ্ত ভট্টাচার্য: বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বৃহস্পতিবার দুবাইয়ে ভারত তাদের অভিযান শুরু করছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের পারফরম্যান্স কেমন হওয়া উচিত। কোন কোন খেলোয়াড়কে প্রথম একাদশে রাখা উচিত তাই নিয়ে আরো খবরের মুখোমুখি ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য মদনলাল।

প্রশ্ন- ভারত বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে। ভারতের প্রতিপক্ষ হল বাংলাদেশ। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তবুও এই ম্যাচের ফলাফল কি হতে পারে বলে আপনার মনে হয়।

মদনলাল- একদম ঠিক বলেছেন। অনিশ্চয়তার এক নাম হল ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দেশগুলি খেলছে, তাদের মধ্যে পার্থক্য হল ১৯-২০। তবুও আমি মনে করি এই টুর্নামেন্টে ভারত ট্রফি জয়ের অন্যতম দাবিদার। যদি রোহিত-বিরাটরা সবাই মিলে টিম গেম খেলতে পারে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আইসিসি-র পরিচালিত চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় করার ক্ষমতা ভারতের রয়েছে। এবং আমি সব সময়ই চাইব ভারত এই টুর্নামেন্টেও ট্রফি জয় করেই দেশে ফিরুক।

প্রশ্ন- চোটের কারণে বুমরা এই টুর্নামেন্টে নেই। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। বুমরার না থাকাটা ভারতের কাছে কতটা ফ্যাক্টর হতে পারে?

মদনলাল- বুমরার না থাকাটা অবশ্যই একটা ফ্যাক্টর। কেননা আগের টুর্নামেন্টগুলিতে ভারতের জয়ের ক্ষেত্রে বল হাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বুমরা। ম্যাচের গুরুত্বপূর্ণ ওভারগুলিতে ওঁকে খুবই প্রয়োজন ছিল। কিন্তু কপাল খারাপ টিম ইন্ডিয়ার। এখন তো আর কিছু করা যাবে না। তবুও আমি বলব মহম্মদ শামি দলে ফিরে আসাতে বুমরার অভাব অনেকটাই মিটবে। তবে শামি একা দায়িত্ব নিলে হবে না বাকি বোলারদেরও সমানভাবে দায়িত্ব নিতে হবে।

প্রশ্ন- এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের দলে পাঁচ স্পিনারকে দলে নিয়েছে। কিন্তু দুবাইয়ের মাঠে সবসময়ই পেসাররা কিছুটা হলেও বেশি সুবিধা পেয়ে থাকেন। তাহলে সে ক্ষেত্রে পাঁচ স্পিনারকে কেন নেওয়া হল। এর মধ্যে কোন দুজনকে প্রথম একাদশে দেখা যেতে পারে?

মদনলাল- পাঁচ স্পিনারের সিদ্ধান্ত পুরোপুরি টিম ম্যানেজমেন্টের বিষয়। নিশ্চয়ই তারা ভাল মনে করেছেন বলেই নিয়েছেন। এটাতে খারাপ কি আছে? দ্বিতীয়ত, একদিনের ক্রিকেট কিংবা টি-টোয়েন্টি দলে থাকতে গেলে মাথায় রাখতে হবে অলরাউন্ডাররাই আগে সুবিধা পাবেন। সেক্ষেত্রে প্রথমেই আসবে হার্দিক ও জাড্ডুর নাম। জাদেজা মূলত বোলার হলেও ব্যাটিংটাও করতে পারে। অক্ষরও এই মুহূর্তে ভাল ছন্দে রয়েছে। সুতরাং অক্ষর ও জাদেজা দুই প্রফেসনাল স্পিনারকেই প্রথম একাদশে রাখা উচিত। পাশাপাশি তৃতীয় স্পিনার হিসাবে কাজ চালিয়ে দেবেন হার্দিক। তাই আমার পছন্দ যদি হয় তাহলে ভারতের প্রথম একাদশে জাদেজার সঙ্গে অক্ষরই আমার পছন্দ।

প্রশ্ন- দলে উইরেকটরক্ষক হিসাবে কেএল না ঋষভ পন্থ কাকে চাইছেন প্রথম একাদশে? মদনলাল- এটা অবশ্যই টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যেমন আমাকে জিজ্ঞেস করলেন কেএল রাহুল না পন্থ কাকে আপনার পছন্দ? সেক্ষেত্রে আমি চাইব সবসময়ই পন্থকে প্রথম একাদশে রাখতে।

প্রশ্ন- ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ। ব্যাটিং লাইনআপে কি কোনও পরিবর্তনের দরকার আছে?

মদনলাল- ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে কোনও পরিবর্তন আছে বলে আমি মনে করি না। কেননা যাঁরা আছেন প্রত্যেকেই এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটারদের একজন। এবং আমি আবারও বলছি। এই দলের ব্যাটাররা যদি ফর্মে থাকেন, তাহলে যে কোনও দলের বোলারদের কিন্তু কপালে দুঃখ আছে। শুভমন, রোহিত, বিরাট, হার্দিক এঁরা ছন্দে বড় রান করা ভারতের কাছে কোনও ফ্যাক্টরই নয়।

Related Articles