
Truth Of Bengal: টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এই মুহূর্তে বিশ্বের সেরা একটি দল হিসেবেই চিহ্নত। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তার প্রমাণও রেখেছন রোহিত-বিরাট-বুমরারা। কিন্তু এতদিন টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জেতার শতাংশের নিরিখে ভারতের থেকে এগিয়ে ছিল আফ্রিকা মহাদেশের একটি দেশ। নাম উগান্ডা। এবার অবশ্য কুড়ি-বিশের সেই মহারণে শতাংশের হিসেবে উগান্ডাকে পিছনে ফেলেই শীর্ষস্থান দখল করলেন রোহিতরা।
পরিসংখ্যান দেখলে জানা যাবে চলতি বছর ভারত এখনও অবধি মোট ২৩টি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। একমাত্র জিম্বাবোয়ের বিপক্ষে ছাড়া বাকি ২২টি ম্যাচেই জয়ের মুখ দেখেছ ভারত। এবার সেই কারণেই ভারত ম্যাচ জেতার পরিসংখ্যানে ৯৫.৬ শতাংশ পেয়ে পিছনে ফেলে দিয়েছে আফ্রিকার দেশটিকে। উল্লেখ্য, ২০২৩ সালে উগান্ডা ৩৩টি ম্যাচের মধ্যে ২৯টি ম্যাচ জেতার সুবাদে ৮৭.৯ শতাংশ নিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছিল। এবার সেই স্থানেই দখল করে নিল ভারত।
তবে শতাংশের নিরিখে উগান্ডাকে পিছনে ফেললেও সর্বোচ্চ ম্যাচ জেতার নিরিখে নিজেদের শীর্ষস্থানটি ধরে রাখছে উগান্ডা। যদিও চলতি বছরে তাদের পারফরম্যান্স আহামরি কিছু হয়নি। ১০টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে তারা। তালিকার পাঁচ নম্বরে রয়েছে ভারতের চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান।