খেলা

স্বর্ণপদকের পাশাপাশি মিলবে অর্থমূল্যও, কোন অলিম্পিকে কারা পাবেন, জানেন?

In addition to the gold medal, the money will also be matched, who will get it in the Olympics, do you know?

The Truth of Bengal,মৌ বসু : আগামী ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত প্যারিসে বসবে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ অলিম্পিক গেমসের আসর। সেই প্যারিস অলিম্পিকেই এবার এক নজির সৃষ্টি হতে চলেছে যা অলিম্পিকের ইতিহাসে প্রথম। এবারই প্রথম বার অ্যাথলেটিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে শীর্ষস্থানাধিকারী খেলোয়াড়রা স্বর্ণপদকের পাশাপাশি অর্থমূল্য পাবেন।

অ্যাথলেটিক্সের ৪৮টি ইভেন্টে প্রত্যেক স্বর্ণপদকজয়ীকে অর্থমূল্য বাবদ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো একথা ঘোষণা করেছেন। প্যারিস অলিম্পিকে শুধু স্বর্ণপদকজয়ীরা অর্থমূল্য পেলেও পরের অলিম্পিক অর্থাৎ ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিক গেমসে রৌপপদকজয়ী ও ব্রোঞ্জ পদকজয়ীরাও এই পুরস্কার পাবেন। রিলে টিমের মধ্যে অর্থমূল্য ভাগাভাগি করে দেওয়া হবে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সই কোনো আন্তর্জাতিক ফেডারেশন যারা প্রথম বার অলিম্পিক গেমসে অর্থমূল্য চালু করছে।
প্যারিস অলিম্পিকে ভারত বাজি ধরছে নীরজ চোপড়ার ওপর। টোকিও অলিম্পিকে তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে সোনা জিতেছিলেন অ্যাথলেটিক্সেই।

Related Articles