খেলা

দীপ্তি মনোবল না বাড়ালে হয়ত শতরান করতে পারতাম না : জেমিমা

সেই কথা প্রসঙ্গে জেমিমা বলেন, ‘যখন আমার রান ৮৫-র কাছাকাছি, সেই সময় এত ক্লান্ত লাগছিল কেন বুঝতে পারছিলাম না।

Truth Of Bengal: মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করে টিম ইন্ডিয়া। ম্যাচে ব্যাট হাতে দুরন্ত শতরান হাঁকিয়ে দলের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নেন ব্যাটার জেমিমা রডরিগেজ। ১২৭ রানের অপরাজিত ঝাঁ চক চকে ইনিংস উপহার দেন তিনি। জেমিমার এই দুরন্ত ব্যাটিং দেখে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের কাছে হিরোইন হয়ে উঠেছেন মেন-ইন-ব্লুজদের ব্যাটার জেমিমা। কিন্তু জেমিমা তা মানতে নারাজ। উল্টে তাঁর এই পারফরম্যান্সের জন্য সতীর্থ দীপ্তিকেই কৃতিত্ব দিলেন তিনি।

সেই কথা প্রসঙ্গে জেমিমা বলেন, ‘যখন আমার রান ৮৫-র কাছাকাছি, সেই সময় এত ক্লান্ত লাগছিল কেন বুঝতে পারছিলাম না। আমি তা আমার সতীর্থ ক্রিজে থাকা অপর এক ব্যাটার দীপ্তিকে জানাই। ওকে বলি, দীপু (দীপ্তিকে এই নামেই আমরা ডাকি) আমার প্রচন্ড ক্লান্ত লাগছে, তুমি আমার সঙ্গে ক্রমাগত কথা বলতে থাক। দীপু আমার কথা মত তাই করে যাচ্ছিল। এবং আমাকে শতরানের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি। শুধু তাই নয়, আমার এক রানের জন্য ও নিজের উইকেট ছুঁড়ে দিতেও দ্বিধাবোধ করেনি। এবং যখন ও প্যাভেলিয়নের দিকে ফিরে আসছিল, তখন আমাকে বলেছিল, আমার আউট নিয়ে তুমি চিন্তা করো না। তুমি নিজের খেলায় মনোযোগ দাও। এবং ম্যাচটা শেষ করে এসো।’

এরপর জেমিমা আরও বলেন, ‘শুধু আমার একার নয়, আমাদের দলগত পারফরম্যান্সের জন্যই জয় সম্ভব হয়েছে। বিশেষ করে হরমনপ্রীতের সঙ্গে আমার জুটি। কেননা এই জুটির ওপর দলের অনেক কিছুই নির্ভর করে। আগের অনেক ম্যাচগুলিতে আমরা দেখেছি, হরমনপ্রীত ও আমি যে কোনও একজন ব্যর্থ হয়েছি, এব দলও পরাজয় স্বীকার করেছে। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তা আর হয়নি ভাগ্য ভাল থাকায়।’