খেলা

তৃতীয় অভিযানেও সফল হাওড়ার সাঁতারু রিমো

Howrah swimmer Rimu successful in third expedition

Truth Of Bengal: গত ৭ ডিসেম্বর আরব সাগরের বুকে তৃতীয়য়বার অভিযানে নেমেছিলেন হাওড়ার সাঁতারু রিমো সাহা। ছোটবেলা থেকে পোলিওতে একটি পা আক্রান্ত হয়েছিল তাঁর। তবুও থেমে থাকেননি তিনি। লড়াই চালিয়েছেন প্রতিনিয়ত।

এর আগেও রিমো ২০২১ ও ২২ সালে আরব সাগরের বুকে সফলভাবে সাঁতার কেটে সফল হয়েছেন। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও সফলভাবে বিভিন্ন চ্যানেল উত্তীর্ণ হয়েছেন তিনি।

চলতি বছরের আরব সাগরের বুকে রিমো তৃতীয়বার অভিযানে নেমে ৪৪ কিমি পথ সফলভাবে সাঁতার কেটে অতিক্রম করেন। রিমো এবারে তাঁর সাঁতার শুরু করেছিলেন ওরলি সি লিংক থেকে অটল সেতু পর্যন্ত।

প্রথম ভারতীয় প্যারা সুইমার হিসেবে এবার অন্যান্য কৃতিত্বের মত নতুন এই কৃতিত্বও অর্জন করল রিমো। রিমোর এই সাফল্যে খুশি তাঁর পরিবারের পাশাপাশি হাওড়ার সমস্ত নাগরিকবৃন্দ।

Related Articles