খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন না হার্দিক পান্ডিয়া!

Hardik Pandya will not play the ODI series against Sri Lanka!

The Truth Of Bengal : শ্রীলঙ্কা সফরের জন্য টিম ইন্ডিয়ার ঘোষণার আগেই একটা জিনিস পরিষ্কার হয়ে গেল আর সেটা হল ওয়ানডে সিরিজ খেলবেন না হার্দিক পান্ডিয়া। ২৭ জুলাই থেকে ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে, যেখানে প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন হার্দিক পান্ডিয়া। তবে পরবর্তী ওয়ানডে সিরিজে তাকে খেলতে দেখা যাবে না। এখন প্রশ্ন হল কেন এমন? কারণটা ব্যক্তিগত বললেও সেটা কী? যে কারণ তার স্ত্রী নাতাশার সাথে সম্পর্কিত হতে পারে?

২ আগস্ট থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে ৩০ জুলাই, তারপর ভারতে ফিরবেন হার্দিক। এখন প্রশ্ন হল এমন কী ব্যক্তিগত কারণ হতে পারে যার কারণে হার্দিক পান্ডিয়াকে শ্রীলঙ্কা সফর মাঝপথেই ছেড়ে দিতে হয়েছে।

হার্দিক পান্ডিয়াও বিসিসিআইকে ওয়ানডে সিরিজে না খেলার কথা জানিয়েছেন। কারণটা ব্যক্তিগত। তাহলে তার এই ব্যক্তিগত কারণ কি তার স্ত্রী নাতাশার সাথে সম্পর্কিত হতে পারে? আসলে, কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় হার্দিক ও নাতাশার পারস্পরিক সম্পর্ক নিয়ে অনেক কথা চলছে। বলা হচ্ছে দুজনেই স্বামী-স্ত্রী, কিন্তু সম্প্রতি যে ছবিগুলো দেখা গেছে তাতে মনে হচ্ছে সম্পর্কের বন্ধন নড়ে গেছে। পরিস্থিতি এমন যে, দুজনেরই বিচ্ছেদের কথাও শোনা যাচ্ছে। তাহলে, হার্দিকের শ্রীলঙ্কা সফর মাঝপথে ছাড়ার পেছনের কারণ কি এর সাথে সম্পর্কিত? স্পষ্টতই দাবির মাধ্যমে এ বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না। আর যা-ই হোক তা শুধুই জল্পনা।

হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে। দীর্ঘদিন ধরে ওডিআই খেলতে না পারার অপেক্ষার অবসান ঘটতে পারে শ্রীলঙ্কায়। কিন্তু, এখন ব্যক্তিগত কারণে তা সম্ভব হবে না।

যাইহোক, এই সবের মধ্যে একটি সুখবর আসছে যে হার্দিক শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন এবং অধিনায়কত্বও করবেন। এর আগে খবর ছিল সূর্যকুমার যাদবকেও অধিনায়ক করা হতে পারে। কিন্তু, এবার সেই সাসপেন্স মুছে গেল অধিনায়কের নাম থেকে। ২৭ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া।

Related Articles