গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ২৩ বছর বয়সী সাত্বিকের, ছেলের এই সাফল্য খুশি মা-বাবা…
Guinness World Record Badminton Player Satwik Sairaj Rankireddy

The Truth Of Bengal: ২৩ বছর বয়সী সাত্বিক এক বিস্ময়, এক প্রতিভার নাম। এই জনপ্রিয় ব্যাটমিন্টন প্লেয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজের নাম তুলেছে। তারপরেই তার বাড়িতে সার্টিফিকেট আনছেন তার বাবা মুখে চওড়া হাসি সেই ভিডিও পোস্ট করেছে এক্সে। ছেলের এই সাফল্য খুশি মা-বাবা। সেই সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছে তার বাবা । সোশ্যাল সাইটে পোষ্ট হতেই বয়েছে লাইক কমেন্ট।
ভারতীয় ব্যাডমিন্টনে উল্লেখযোগ্য নাম সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এই জুটি এর আগে একাধিক রেকর্ড করেছেন ব্যাডমিন্টন বিশ্বে। সাচি নামে পরিচিত এরা দুজন। তবে এবার সাত্ত্বিক সাইরাজ এক ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল সাইটে যা নিয়েই শুরু হয়েছে আলোচনা। সাত্বিকের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট এসেছে বাড়িতে । তার বাবা সেই সার্টিফিকেটের পার্সেল খুলছেন ।
"As my shuttle soared at 565 kmph, I realized the true speed of a father's pride – an unbreakable record in my heart." #GuinnessWorldRecord pic.twitter.com/gwvulGr6Zj
— Satwik SaiRaj Rankireddy (@satwiksairaj) December 5, 2023
হাসিমুখে সেই পার্সেল খুলতে দেখা গিয়েছে তাকে। ছেলের সার্টিফিকেট এর পার্সেল খুলতে গিয়ে বাবার মুখে চওড়া হাসি । সেই ভিডিও তিনি পোস্ট্ও করেছেন। সেই পার্সেল খোলার পরেই যেন থমকে গেলেন তার বাবা । কিছুক্ষণ চেয়ে থেকে সে সার্টিফিকেট হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেন ,মুখে চওড়া হাসি । এ হাসি সাফল্যের হাসি। দীর্ঘদিনের লড়াই শেষে যেন এ প্রাপ্তি । ভিডিওর শেষের দিকে দেখা যায় বাবা ছেলে ও মা একসঙ্গে সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছে মুখে যুদ্ধ জয়ের হাসি ।
২৩ বছর বয়সে এই মুহূর্তে দেশের বহু মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছেন তার লড়াই নজর কেড়েছে বহু মানুষের । অনুপ্রেরণা জুগিয়েছে বহু নবীন খেলোয়াড় কে। গিনেস ওয়াল্ড রেকর্ডের সার্টিফিকেট বাড়িতে আসার পর সকলেই রয়েছেন উৎসবের মেজাজে। সার্টিফিকেট খোলার ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। এই ভিডিও শেয়ার করার পর অলিম্পিক গেমসের অফিসিয়াল একাউন্ট থেকে সাত্বিককে শুভেচ্ছা জানানো হয়েছে। যদিও ভিডিওটি বহু মানুষ দেখেছেন, রীতিমতো ভাইরাল। ছেলের কীর্তিতে গর্বিত মা-বাবা। 14 এপ্রিল বিশ্ব রেকর্ড গড়েছিলেন ২৩ বছর বয়সী এই শাটলার । এতদিন পর সেই সার্টিফিকেট এসে পৌছলো সাত্বিকের বাড়িতে।
Free Access