খেলা

রাহুল ও আথাইয়াকে শুভেচ্ছা জানাল দিল্লি ক্যাপিটালস

Delhi Capitals congratulate Rahul and Athaiya

Truth Of Bengal: কে এল রাহুলের পরিবারে খুশির খবর। সোমবার বাবা হলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁর স্ত্রী আথাইয়া শেঠি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের কন্যা সন্তানের জন্মের খবর পোস্ট করেন রাহুল ও আথাইয়া। এবং সেখানেই তাঁরা দুজনেই নবাগত শিশুর জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় রাহুল ও আথাইয়ার এই পোস্টের পরই শুভেচ্ছা জানাতে থাকেন বলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা।

পিছিয়ে ছিল না বর্তমানে আইপিএল-এ রাহুলের বর্তমান দল দিল্লি ক্যাপিটালস-ও। এবং রাহুলের প্রাক্তন সতীর্থ শিখর ধাওয়ান-ও রাহুল এবং তাঁর সহধর্মীনীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সানিয়া মির্জা-ও।

সোমবার আইপিএল-এ রাহুলের দল দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ছিল। সেই ম্যাচে দিল্লির প্রতিপক্ষ ছিল রাহুলের প্রাক্তন দল লখনউ সুপার জায়ান্ট। কিন্তু সেই ম্যচে আথাইয়ার পাশে দাঁড়ানোর জন্যই রাহুলকে পায়নি দিল্লি ক্যাপিটালস। অবশ্য রাহুল ছাড়াও অক্ষর প্যাটেলের দলের জয় আটকায় নি। ১ উইকেটের বিনিময়ে লখনউকে হারিয়ে জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

Related Articles