
Truth of Bengal: সন্তোষ ট্রফির বাছাই পর্বের পর পর দুটি ম্যাচেই জয় পেল বাংলা। প্রথম ম্যাচে ঝাড়খন্ডকে ৪-০ গোলে হারানোর পর সোমবার দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেল বাংলা দল। সঞ্জয় সেনের ছেলেরা এদিন ৭-০ গোলে হারাল উত্তর প্রদেশকে।
বাংলার হয়ে হ্যাটট্রিক সহ চারটি গোল করলেন রবিলাল মান্ডি। এবং বাকি তিনটি গোল করলেন মনতোষ মাঝি। এদিন বাংলার ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ফুটবলার নাসির আহমেদ, দীপক মণ্ডল, এবং ডেনসন দেবদাসরা।
ম্যাচ শেষে প্রাক্তন ফুটবলার নাসির আহমেদ বলেন, পর পর দুটো ম্যাচে টিম ভাল খেলেছে তাই জয় পেয়েছে। এবং দলের ছেলেরা প্রত্যেকেই খুব ফিট আছে বলেই সারা মাঠ বল তাড়া করে খেলেছে। যাতে প্রতিপক্ষ এক ইঞ্চিও জায়গা না পায়। তবে ছেলেদের মনে রাখতে হবে, সামনে এখনও বহু পথ বাকি আছে। এখনই যাতে অতিরিক্ত আত্মবিশ্বাস ভর না করে।
ম্যাচ জিতে বাংলার কোচ সঞ্জয় সেন জানান, আগের ম্যাচে আমরা ঝাড়খন্ডকে ৪-০ গোলে হারিয়েছিলাম। সোমবার প্রথম ম্যাচে সেই ঝাড়খন্ড ৫-৩ ব্যবধানে জয় পেয়েছে। সুতরাং পরবর্তী রাউন্ডে যেতে গেলে আমাদের শুধু জেতার পাশাপাশি বাড়িয়ে রাখতে হবে গোল পার্থক্যও। তাই ছেলেরা চাপের মধ্যে থেকেও যে ফুটবলটা খেলেছে তা দেখে সত্যিই আমি আনন্দিত। এবং এটাও বলছি যে, লক্ষ্য আমাদের একটাই, সেটা হল ট্রফি জয়। সুতরাং তার জন্য নিজেদের সেরাট দিয়েই লড়াই করতে হবে বলেই জানান বাংলার কোচ।