খেলা

লা লিগায় ঘরের মাঠে হারের মুখ দেখল বার্সা

Barca lost at home in La Liga

Truth Of Bengal: রবিবার রাতে লা লিগার ম্যাচে নিজেদের ঘরের মাঠে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল লেগানেসের। সেই ম্যাচে বেশিরভাগ সময় বল পজিশন নিজেদের দখলে রেখেছিলেন ক্যাম্প ন্যুর দলটি।

বিপক্ষের গোল লক্ষ্য করে প্রায় চারবার শট নিলেও তা থেকে কাজের কাজ করতে পারল না হ্যান্সি ফ্লিকের বার্সা। শেষ পর্যন্ত লেগানেসের কাছে হারের মুখই দেখতে হল রবার্ট লেওয়ানডস্কিদের। অর্থ্যাৎ আগের ম্যাচের মতো এই ম্যাচেও পচা শামুকে পা কাটল কাতালানদের।

ম্যাচের শুরুতেই বার্সার জালে বল জড়িয়ে দেন লেগানেসের ফুটবলার সার্জিও গঞ্জালেজ। খেলার বয়স তখন মাত্র ৪ মিনিট হয়েছে।

এত তাড়াতাড়ি প্রতিপক্ষের কাছে গোল হজম করতে হবে, তা হয়ত স্বপ্নেও ভাবেননি বার্সার ফুটবলাররা। তাই গোল খেয়ে যেনতেন প্রকারেণ গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকেন হ্যান্সি ফ্লিকের ছেলেরা।

কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আরকি। বার্সার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। সেই একমাত্র গোলই গড়ে দিল ম্যাচের ভাগ্য। ম্যাচ জিতে অবনমনের আওতা থেকে আপাতত কিছুটা হলেও বিপদমুক্ত হল লেগানেস।

প্রসঙ্গত, আগের ম্যাচে বার্সাকে হারতে হয়েছিল পয়েন্ট টেবিলের ১৪ নম্বর স্থানে থাকা লাস পালমাসের বিপক্ষে। এবার সেই ধারাই বজায় রাখল লেগানেস।

এই হারের সঙ্গে সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সর্বশেষ চার ম্যাচে বার্সার হাল যে কতটা খারাপ, তার প্রমাণ তাঁদের পারফরম্যান্স। চার ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে তারা।

হারের মুখ দেখেছে দুটিতে এবং একটি ম্যাচ হয়েছে ড্র। পয়েন্ট টেবিলে অ্যাটলেটিকোর সঙ্গে সমসংখ্যক পয়েন্ট থাকলেও এক ম্যাচ বেশি খেলে বার্সা যেহেতু গোল পার্থক্যে এগিয়ে রয়েছে, সেই কারণেই প্রথম স্থানে থাকল তারা।

Related Articles