খেলা

সেনা দূর্গ ভেঙে সন্তোষের ফাইনালে বাংলা

Bangla in the final after breaking the army fortress

Truth Of Bengal: হায়দরাবাদে আয়োজিত সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছল বাংলা। রবিবার সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই সার্ভিসেসকে ৪-২ গোলে হারিয়ে দিল সঞ্জয় সেনের দল।

সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়েছিল বাংলা দল। এরপর দ্বিতীয়ার্ধে দুটি গোল সার্ভিসেস করলেও জয় আটকানো যায়নি বাংলার। বাংলার হয়ে স্কোরশিটে নাম তোলেন রবি হাঁসদা, মনতোষা মাজি, নরহরি শ্রেষ্ঠা।

Related Articles