খেলা
Trending

Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপে ভারতের জয়জয়কার, ফের সোনা এলো দেশে

India Won 'GOLD' medal in Compund Women Team event at Archery World Cup

The truth Of Bengal: ভোট আবহে ‘ সোনায় মোড়া সকাল ‘ উপহার পেলেন দেশবাসী । ফের সুখবর ভারতবাসীর জন্য। সুদূর কোরিয়া থেকে ভোট উত্তাপের মধ্যে সোনার চমক দিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম , পরনীত কৌর , এবং অদিতি স্বামী । আর্চারি বিশ্বকাপে সোনা জিতল তারা। ভারতীয় প্রতিযোগিদের বিপক্ষে ছিল তুরস্কের প্রতিযোগিরা । এদিনের স্কোর ভারতীয়দের পক্ষে দাঁড়ায় 232-226 ।

লড়াই ছিল হাড্ডাহাড্ডি । বিপক্ষে ছিল তুরস্কের হাজাল বুরুন, আয়েসে বেরা সুজা এবং বেগম যুবা । প্রতিযোগিতার প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে এবং একটি সেট না ফেলেই ছয় পয়েন্টের ব্যবধানে সোনা জিতে নেয় ভারত । অল ইন্ডিয়া স্পোর্টসের তরফ থেকে তাদেরকে অভিনন্দন দেওয়া হয়েছে ।

এর আগেই বিশ্বকাপের প্রথম পর্বে জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী এবং পরণীত কৌর মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে ইতালিকে হারিয়েছিল । ভারতের স্কোর ছিল 236-225 ৷ তখন্ও সোনা জিতেছিল ভারতীয় টিম । অপর দিকে, অভিষেক ভার্মা, প্রিয়াংশ এবং প্রথমেশ ফুগেরা ও পরাজিত করেছিল নেদারল্যান্ডস দলকে । ফের সোনা আজ । গত বছর থেকে ভালো ফর্মে রয়েছে ভারতীয় টিম । গতবছর এশিয়াডে তিরন্দাজি থেকে ভারতের ঝুলিতে সোনা এসেছিল 6টি। সেই তালিকায় নাম ছিল এই অভিষেক ভার্মা, জ্যোতি সুরেখা ভেন্নম ও পরণীত কৌরের ৷ এবারও সোনা । এক কথায় সোনায় সোহাগা

Related Articles