খেলা

নিলামে ফের রেকর্ড, কেকেআরে মিচেল স্টার্ক

Kolkata Knight Riders

The Truth of Bengal: দুবাইতে আয়োজিত হলেও আইপিএলের নিলাম পর্ব। আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়ারদের নিয়ে চলল দড়ি টানাটানি। অকশনিয়ান মল্লিকা সাগর নিলামের শুরুতেই ঘোষণা করেন রোভম্যান পাওয়েলের নাম। ক্যারিবিয়ান তারকাকে নিয়ে ধুন্ধুমার যুদ্ধ চলে। কেকেআর – এর হাতে ছিলো ৩২.৭ কোটি টাকা,২৪ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্য কেকেআর শিবিরে যোগ দিচ্ছেন মিচেল স্টার্ক।

২০ কোটি ৫০ লক্ষ দর পেয়ে সানরাইজার্সে গেলেন প্য়াট কামিন্স। ১১ কোটি ৫০ লক্ষ টাকায় আরসিবিতে গেলেন আলজারি জোসেফ। ৫ কোটি ৮০ লক্ষ টাকায় দর পেলেন উমেশ যাদব। তাঁকে দলে নিল গুজরাত টাইটান্স। ৪ কোটি ৬০ লক্ষ টাকায় শ্রীলঙ্কার পেসার দিলশান মধুশঙ্কাকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

চমক মাহেলা জয়বর্ধনের। ডারিল মিচেলকে ১৪ কোটি টাকায় কিনে নিল চেন্নাই সুপার কিংস। নিলামে তাঁর ন্যূনতম দর ছিল ১ কোটি টাকা। শুরুতেই দর হাঁকতে শুরু করে দিল্লি ক্যাপিটালস। কিন্তু শেষ হাসি হাসল মহেন্দ্র সিংহ ধোনির দল।মাত্র ৫০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল। সেখান থেকে ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যে চেন্নাই সুপার কিংসে গেলেন রাচিন রবীন্দ্র।

Related Articles