খেলা

পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেন অভিষেক শর্মা

Abhishek Sharma can play in the Champions Trophy to be held in Pakistan

The Truth Of Bengal : জিম্বাবোয়ে সফরের প্রথম ম্যাচে জয়লাভ করতে পারেনি টিম ইন্ডিয়া । তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেল ভারত । আর এই জয়ের নেপথ্যে রয়েছেন অভিষেক শর্মা । তিনি মাত্র ৪৭ বলে শতরান করেন। জিম্বাবোয়ে সফরে এটি ছিল অভিষেক শর্মার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ, প্রথম ম্যাচে তিনি খাতা খুলতে না পারলেও পরের দিন জাত চিনিয়েছেন । তার কাঁধে ভর করেই কার্যত জয়ের স্বাদ পায় ভারত । আইপিএলে তার দাপুটে ব্যাটিং এর পর এভাবে জাতীয় দলে সুযোগ পেয়ে তিনি যেভাবে খেলে চলেছেন তাতে মুগ্ধ দেশবাসী। আর সে কারণেই জল্পনা শুরু হয়ে গিয়েছে আগামী বছর টিম ইন্ডিয়ার যে যে ইভেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম চ্যাম্পিয়নস ট্রফি।

সেখানে অভিষেক শর্মা কে দেখা যেতে চলেছে । অভিষেক শর্মাকে ওয়ানডেতে খেলার সুযোগ দিলে এই ফরম্যাটেও অসাধারণ সাফল্য পেতে পারেন বলে জল্পণা চলছে । গোটা আইপিএলে অভিষেক শর্মার দূরন্ত ব্যাটিংয়ের পর এখন জিম্বাবোয়েতেও সেই দাপট দেখা যাচ্ছে । পাকিস্তানে কি খেলতে যাবেন অভিষেক শর্মা? আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এই ওডিআই ফরম্যাটের টুর্নামেন্টে জেতার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে বোর্ড । এখন যদি অভিষেক শর্মাকে ওয়ানডে ফরম্যাটে সুযোগ দেওয়া হয়, তাহলে অভিষেক শর্মাকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যেতে পারে।

Related Articles