খেলা

২৭ এই মৃত্যুর কোলে উরুগুয়ের ফুটবলার

27 Uruguayan footballers in the lap of death

Truth Of Bengal : শেষ রক্ষা হলো না। ফুটবল ম্যাচ চলাকালীন মাটিতে লুটিয়ে পড়া উরুগুয়ের হুয়ান ইসকুয়ের্দোকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। পাঁচ দিন ধরে জীবন মৃত্যুর সঙ্গে দড়ি টানাটানি করে শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বয়স ছিল মাত্র ২৭ বছর। ২২ আগস্ট ব্রাজিলের সাল পাওলোর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ৮৪ মিনিটে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন, তাকে ধরে তার সতীর্থ , প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা মাঠে প্রাথমিক চিকিৎসা করার পর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি এই তরুণ খেলোয়ারকে। জীবন মৃত্যুর টানা পোড়েনে থাকা ইসকুয়ের্দো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর প্রয়াণের খবর উরুগুয়ের ক্লাব নাসিয়োনালের তরফে জানানো হয়েছে। তাঁর এই অকাল প্রয়াণে ল্যাটিন আমেরিকার সহ গোটা ফুটবল বিশ্ব স্তব্ধ। রবিবার থেকে তিনি ভেন্টিলেটর ছিলেন । টানা ৫ দিনের লড়াই ব্যর্থ । হঠাৎ করে তার এই অসুস্থতার কারণে গত সপ্তাহে উরুগুয়ের ঘরোয়া ফুটবলের সমস্ত ম্যাচ বন্ধ রাখা হয়েছিল। নসিয়োনালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে তার পরিবার বন্ধুবান্ধব সতীর্থ প্রিয়জনের প্রতি সমবেদনা জানানো হয়েছে । শোকবার্তা প্রকাশ করেছেন দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার প্রধান আলেসান্দ্র ডোমিঙ্গেজও। ২০১৮ সাল থেকে স্থানীয় ক্লাবের হয়ে খেলছিলেন জুয়ান। এখান থেকে বেশ কয়েকটা ক্লাবে তিনি খেলেছেন । পেনরাল , মন্টেভিডিও, লিভারপুল। সর্বশেষ যোগ দেন নাসিয়োনালে।

Related Articles