রাজনীতি

কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে প্রস্তাব বিধানসভায়

Bidhan Sabha

The Truth of Bengal: বিধানসভার বাদল অধিবেশন শুরু পর থেকেই বিরোধীদের বিক্ষোভ, হৈ হট্টগোল লেগেই রয়েছে। মণিপুরের ঘটনায় নিন্দা প্রস্তাব হোক বা কেন্দ্রীয় বঞ্চনা। সূত্রের খবর মঙ্গলবার বিধানসভায় রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু প্রস্তাব আনেন মুখ্য সচেতক নির্মল ঘোষ।  প্রস্তাবে আলোচনার বরাদ্দ ছিল দেড় ঘণ্টা। রাজ্যেরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলা শুরু করতেই বিরোধীরা তুমুল হৈ হট্টগোল শুরু করে দেন। তারপরেই বিরোধীরা বিধানসভা থেকে ওয়াক আউট করেন।

প্রসঙ্গত, রাজ্যসরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, বর্তমানে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা। দুর্নীতির অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হয়েছে, একশো দিনের কাজের টাকা। শুধুমাত্র এই খাতেই পাওনা বাকি রয়েছে, সাড়ে সাত হাজার কোটি টাকা। পাশাপাশি আবাস প্রকল্পেও বকেয়া রয়েছে আট হাজার কোটি টাকা। শাসক দলের দাবি, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে না পেরে, প্রতিহিংসামূলক আচরণ করছে। একাধিক প্রকল্পের টাকা আটকে রাজ্যে বহু মানুষকে বিপাকে ফেলছে।

বিধানসভা সূত্রের খবর, বিধানসভার চলতি অধিবেশনে, সরকারপক্ষকে একাধিক ইস্যুতে বেঁধার পরিকল্পনা করেছিল। কিন্তু সরকারপক্ষের আনা একাধিক প্রস্তাবে বারবার কার্যত বিপাকে পড়েছে বিরোধীরা। ফলে আলোচনায় অংশ নিতে না পেরে, হই হট্টগোল করে ওয়াক আউট করছে।

Related Articles