রাজনীতি

Madan Mitra: আড়িয়াদহের ঘটনায় অভিযু্ক্তের সঙ্গে মদন মিত্রের ছবি প্রকাশ্যে,কড়া ব্যবস্থা প্রশাসনের

Madan Mitra's picture with the accused in the Ariyadah case is public

The Truth of Bengal: রাজ্যে কোনরকম হিংসা বরদাস্ত করছে না প্রশাসন। যেখানেই আইন হাতে তুলে নেওয়ার ঘটনা দেখা যাচ্ছে,সেখানেই পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।পদক্ষেপ করছে কড়া।এর মাঝে খাস কলকাতায় অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে।অভিযোগ উঠেছে,

এক কলেজ পড়ুয়া ও তার মাকে রাস্তায় ফেলে মারধর করে দুষ্কৃতীরা। মূলতঃ কলেজ পড়ুয়ার সঙ্গে স্থানীয় প্রভাবশালীর বিবাদ হয়।সেসময় দুষ্কৃতী ওই কলেজ ছাত্রকে মাটিতে ফেলে পেটায় বলে স্থানীয়দের অভিযোগ।সেই ঘটনায় আড়িয়াদহে তোলপাড় পড়ে যায়। এমনকি রবিবার রাতে সেই পড়ুয়াকে বাঁচাতে গেলে তাঁর মাকেও অভিযুক্তরা রেহাই দেয়নি।তাঁর ওপর হামলা হয় বলে আক্রান্তের পরিবারের দাবি। গুরুতর জখম সেই পড়ুয়া ও তাঁর মাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, প্রহত যুবকের নাম সায়নদীপ পাঁজা। কলেজে পড়েন তিনি। রবিবার এলাকার গুন্ডা জয়ন্ত সিংহ হঠাৎই তাঁর দলবল নিয়ে সায়নদীপের বাড়ির সামনে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। পুলিশ তদন্ত করে দেখছে,কেন এই ধরণের বেপরোয়া আচরণ করলে দুষ্কৃতী ।মঙ্গলবার সিসিটিভি ফুটেজ সামনে আসে।  মূল অভিযুক্ত জয়ন্ত সিংহের বিরুদ্ধে   অভিযোগ দায়ের হয়েছে।এদিকে,অভিযুক্তের সঙ্গে মদন মিত্রের ছবি প্রকাশ্যে আসায় বিতর্ক তৈরি হয়েছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র,এই ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন।তিনি বলেন, এই অপরাধ তিনি প্রশয় দেন না। জয়ন্ত ঘনিষ্ঠতার কথা তিনি স্বীকারও করেছেন।তাই পুলিশি তদন্তে কী বেরিয়ে আসে সেটাই বড় লক্ষ্যণীয় বিষয়।কেন পড়ুয়াকে হামলা করা হল ? আগে কোনও পুরনো শত্রুতা ছিল কিনা তাও পুলিশের লেন্সের আওতায় এসেছে।

Related Articles