
The Truth of Bengal: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত কয়েক মাস ধরেই তুলকালাম পরিস্থিতি। গ্রেফতার হয়েছেন প্রাক্তনমন্ত্রী থেকে একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সেই তালিকায় নাম রয়েছে, কুন্তল ঘোষেরও। তদন্তকারীদের দাবি, শিক্ষক নিয়োগ মামলায় বড় ভূমিকা রয়েছে কুন্তলের।
সোমবার সকালেই আদালতে পেশ করা হয় কুন্তল ঘোষকে। সেই সময়ই সাংবাদিকদের সামনে ইডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কুন্তল ঘোষ। তাঁর দাবি, ইডি তাঁকে চাপ দিয়ে মিথ্যে বলাচ্ছে। তাঁর আরও অভিযোগ, ইডি সংবাদমাধ্যমকে ব্যবহার করে, মিথ্যে টাকার অঙ্ক রটিয়েছে। অথচ চার্জশিটে যে টাকার অঙ্কের কথা উল্লেখ করেছে, তার সঙ্গে কোনও মিল নেই।
এর আগেও কুন্তল ঘোষ অভিযোগ করেছিল নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ইডি, সিবিআই। এই অভিযোগ এনে নিম্ন আদালতের বিচারককে চিঠিও লিখেছিলেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছিলেন কলকাতার হেস্টিংস থানাতেও। ওই মামলায় কুন্তলের বিরুদ্ধেই ২৫ লক্ষ টাকা জরিমানা করেছিল আদালত।