রাজনীতি

লাঠি হাতে হঠাৎ প্রচারে কেন দিলীপ? এবারে কি অন্য কোনো স্ট্র্যাটেজি

Dilip Ghosh campaigning with a stick

The Truth of Bengal: নির্বাচন কমিশন সতর্ক করার পরেও দিলীপ ঘোষ আছেন সেই একই জায়গায়। মঙ্গলবার নির্বাচনী প্রচারে দেখা গেল তাঁর হাতে লাঠি। হঠাৎ লাঠি হাতে প্রচারে কেন? সামনে কোন অবাঞ্ছিত লোক এসে পড়লে কাজে লাগবে, জবাব এই বিজেপির বিদায়ী সাংসদের। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে বিজেপি এবার প্রার্থী করেছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। পুরনো কেন্দ্রে টিকিট না পাওয়াই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস দিলীপকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বারে বারে।

তৃণমূল নেতা কুনাল ঘোষ তো কটাক্ষ করে বলেছেন, দিলীপ ঘোষকে গলা ধাক্কা দিয়ে মেদিনীপুর থেকে বের করে দিয়েছে বিজেপি। কয়েকদিন আগে নির্বাচন কমিশনকে ‘মেসো’বলে কটাক্ষ করেছিলেন বিজেপির এই নেতা। মঙ্গলবার নির্বাচন কমিশনের নাম না করে ‘কাকা’ বলে সম্বোধন করেন। এরই মধ্যে দেখা যায় লাঠি হাতে দলের কর্মী সমর্থকদের সঙ্গে দিলীপ ঘোষকে। দেশে নির্বাচনের আদর্শ আচরন বিধি চলছে।

দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী। তিনি কী পারেন হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াতে? নির্বাচন কমিশনে তো তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়তে পারে? দিলীপ ঘোষের জবাব, ” আমার এক বন্ধু বলেছেন আপনি রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসে। এই লাঠিটা ব্যবহার করুন। তার পরামর্শে এই স্টিকটা হাতে তুলে নিয়েছি যদি কাজে আসে। ” তবে এটাও বলেন তিনি আইন মেনেই চলেন। এই ‘লাঠি’ দিলীপ ঘোষকে আবার নতুন করে সতর্ক করায় কিনা সেটাই দেখার!

Related Articles