শিক্ষিকাকে ওয়ার্কআউটের বিষয়ে ছাত্রের চ্যাট ভাইরাল, নেটিজেনদের মন্তব্য: ‘টু মাচ’
Student's chat about giving teacher a workout goes viral, netizens comment: 'Too much'

Truth Of Bengal : বর্তমানে যুগ পাল্টেছে। পাল্টেছে সময়। এখন ছাত্র-ছাত্রীরা কেউই শিক্ষক- শিক্ষিকাদের আগের মত এতটা ভয় করেন না। আজকের এই মডার্ন যুগে শিক্ষক-শিক্ষিকারা হলেন ছাত্রদের কাছে বন্ধু। অপরদিকে ছাত্রছাত্রীরাও নির্দ্বিধায় তাদের কোন সমস্যার কথা শিক্ষক-শিক্ষিকাদের কাছে মন খুলে বলতে পারেন। দুই পক্ষের এই বন্ধুত্বসুলভ আচরণে খুশি অভিভাবকেরা। সম্প্রতি এরকমই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। ছাত্র এবং শিক্ষিকার whatsapp কথোপকথনের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরা গুরু- শিষ্যের এহেন সম্পর্ককে উৎসাহিত করেছেন।
একজন রেডডিটর সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকা- ছাত্রের কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। জানা যাচ্ছে, চতুর্থ শ্রেণির এক ছাত্রর কাকাতো ভাই হলেন তার শিক্ষিকা। ছাত্রটি তার ওয়ার্ক আউটের রুটিনটি শিক্ষিকার কাছে বিস্তারিতভাবে জানিয়েছে। এরপর শিক্ষিকাকে ছাত্রটি বলে যে সে এখন পেশিবহুল হয়ে গেছে। এরপর তার শিক্ষিকা তাকে অভিনন্দন জানিয়েছেন।
রেডডিটর জানিয়েছে, ওই ছাত্রটি নাকি প্রায়ই প্রতি রাতে নতুন কোন বিষয় নিয়ে তার শিক্ষিকাকে মেসেজ করেন। ওই ব্যক্তি আরো দাবি করেছেন, ছাত্রের কাকাতো ভাই তাকে রোজই অভিবাদন জানাতেন। রেডডিটর জানান, ” আমি তাকে বলেছি উত্তর না দিতে। কিন্তু আমি জানিনা….. তিনি আমাকে বলেন সে রেগে যাবে।”
স্ক্রিনশটটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই এটি ভীষন ভাইরাল হয়েছে। কেউ গুরু শিষ্যের এই আচরণে অত্যন্ত অভিভূত হয়েছেন। কেউ আবার শিক্ষিকার এরূপ আচরণের তীব্র সমালোচনা করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ” উত্তর দেওয়া উচিত হয়নি। পেশাদারিত্ব নামে কোন বিষয় রয়েছে। শিক্ষিকা ছেলেটির বন্ধু নয়।” অপর একজন লিখেছেন, “ছাত্র তার কাজিনের ওপর ক্রাশ খেয়েছে।”