অফবিটদেশ

ভাল লাগেনা উপমা, বিরিয়ানি-চিকেন ফ্রাই চাই! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুর সরল আবদার

I don't like Upma, I want Biryani-Chicken Fry! A simple request from a child at anganwadi center

Truth Of Bengal: কেরলের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের খাবারের তালিকায় আসতে পারে বড় পরিবর্তন। কারণ, ছোট্ট শঙ্কুর এক নিষ্পাপ আবদার। উপমা আর মুখে রুচছে না, তাই মেনুতে চাই বিরিয়ানি ও চিকেন ফ্রাই! তার এই মিষ্টি দাবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, এমনকি কেরলের স্বাস্থ্য ও শিশু এবং নারীকল্যাণ মন্ত্রী বীণা জর্জও বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

শঙ্কুর মা জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই তাকে বিরিয়ানি খাওয়ানোর আগ্রহ দেখিয়েছেন। তবে মজার এই ঘটনাকে শুধু নিছক কৌতুকের চোখে দেখেননি রাজ্যের মন্ত্রী। তিনি নিজেও ভিডিওটি শেয়ার করে জানিয়েছেন, অঙ্গনওয়াড়ির শিশুদের পুষ্টিকর খাবার দিতে মেনুতে নতুন সংযোজনের বিষয়টি ভাবার সময় এসেছে।

কেরলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই ডিম ও দুধ যুক্ত করা হয়েছে, যা সফলভাবেই কার্যকর হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে—শিশুদের খাবারে বৈচিত্র্য আনতে কি নতুন কোনো পদক্ষেপ নেওয়া হবে? শঙ্কুর সরল আবদার কি বাস্তবেই অঙ্গনওয়াড়ির মেনুতে পরিবর্তন আনবে?

কেরলজুড়ে এই আলোচনাই এখন তুঙ্গে। শিশুদের জন্য পুষ্টিকর খাদ্যতালিকা কেমন হওয়া উচিত, সেই প্রশ্নও নতুন করে সামনে আসছে। শঙ্কুর এক ছোট্ট চাওয়া কি তবে বড় পরিবর্তনের সূচনা করবে? রাজ্যবাসী এখন সেই অপেক্ষাতেই।

Related Articles