অফবিট

মাত্র ৩০ টাকায় ফুল প্লেট চিকেন বিরিয়ানি! ১৫ টাকায় সুস্বাদু চাঁপ, রইল দোকানের হদিশ

 

ধরুন আপনি সন্ধান পেলেন এক দোকানের যেখানে রয়েছে গরম গরম চিকেন বিরিয়ানি, আর তার দাম মাত্র ৩০ টাকা! কি মানতে পারছেন না নিশ্চয়ই?

সম্প্রতি বর্ধমানে হদিশ মিলেছে এমনই একটি দোকানের যেখানে আপনি মাত্র ৩০ টাকায় পেতে পারেন চিকেন বিরিয়ানি, অথচ স্বাদে বা মানে কোনো পার্থক্যই নেই। উপরন্তু, ১৫ টাকায় অর্ডার করতে পারেন মুরগির চাপ। কিংবা ১০ টাকায় বিরিয়ানিতে যোগ করতে পারেন একটি অতিরিক্ত ডিম।

এ জিনিস উপভোগ করতে চাইলে চলে আসুন কোর্ট কম্পাউন্ডে অফিস পাড়ায়। তবে প্রশ্ন জাগতে পারে কেনো এত কম দাম? দোকানের মালিক প্রীতম রাউত জানান আগে শ্রীরামপুরে কাজ করতেন, সেখানকার সস্তা বিরিয়ানির কথা শুনেই নিজের দোকান শুরু করার সিদ্ধান্ত নেন তিনি।

Related Articles