আজকের দিনেলাইফস্টাইল

পদোন্নতি নাকি নতুন চাকরি! কী রয়েছে ভাগ্যে? জানতে পড়ুন বুধের রাশিফল

Promotion or new job! What's in your destiny? Read Mercury's horoscope to know

Truth Of Bengal: প্রেমের সপ্তাহের এই বুধে কী আছে আপনার ভাগ্যে? সঙ্গীর থেকে উপহার, প্রেমে পড়ার সৌভাগ্য নাকি বিচ্ছেদের জ্বালা কী রয়েছে ভাগ্যে? নতুন চাকরি নাকি পদোন্নতি! পরিবারের সঙ্গে আজ কেমন সম্পর্ক থাকতে চলেছে আপনার। সবটা জানতে পড়ুন বুধবারের রাশিফল।

মেষ:

সন্তানদের সঙ্গে সম্পর্কের উন্নতি। কাজের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। বাড়ির বড়দের সঙ্গে মতোবিরোধের সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। সঙ্গীত চর্চায় যুক্ত হওয়ার জন্য দিনটি অতি শুভ। পুরোন বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে আজ। বেকারদের কর্ম যোগ।

বৃষ:

প্রতিবেশীর জন্য ব্যবসায় লাভবান হতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন। সঙ্গীর মন বুঝে চলার চেষ্টা করুন। নিজের আবেগের উপর নিয়ন্ত্রন রাখুন। পরিবারে শান্তি বজায় থাকবে আজ। প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়ার আগে ভাল করে ভেবে নিন, প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন:

আজ গুরুজনদের কথার মান্যতা দিয়ে চলুন। প্রেমিকার থেকে উপহার পাওয়ার সম্ভাবনা। বিরোক্তি মনোভাব দেখা দিতে পারে। ব্যবসায় লোকশানের সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আসতে পারে। সৃজনশীল ব্যক্তিদের জন্য দিনটি ভাল। জীবনে মনের মানুষের আগমন ঘটতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট:

সাংসারিক জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। তবে ব্যবয়ায় আজ আয় হতে চলেছ। রাজনীতিতে প্রবেশের যোগ। নিজের লোকের থেকে শত্রুতার সম্ভাবনা। রাস্তায় ঠিক ভাবে চলাফেরা করুন, বিপদের সম্ভাবনা রয়েছ। বাবা-মায়ের সঙ্গে বিবাদের সম্ভাবনা। দাদুর শারীরিক অবস্থার উন্নতি হতে পারে আজ।

সিংহ:

নতুন কাজের শুভ যোগ। কর্মস্থানে অপমানিত হতে পারেন, সাবধান থাকুন। বিবাদের জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। শরীরের কোনও অংশে ব্যথা বৃদ্ধি। ব্যবসার দিকে ভাল ফলের আশা করতে পারেন। বাবার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে।

কন্যা:

দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা। আজ আপনার প্রিয় বন্ধুকে নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে।সাংসারিক বিবাদ বাধতে পারে। শরীরে কোনও কষ্ট হতে পারে। ব্যবসায় শুভ পরিবর্তনের সম্ভাবনা। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি। একটু অপেক্ষা করুন সময় ভাল আসছে।

তুলা:

আইনি কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা। বন্ধুমহলে বিবাদ। ধর্মের প্রতি জ্ঞান অর্জনের উৎসাহ অনুভব করবেন আজ। স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বৃদ্ধি। ব্যবসায় অধিক আয়ের সম্ভাবনা।

বৃশ্চিক:

ব্যবসার দিকে কোনও বাধার জন্য মাথা গরম। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ তৈরি হতে পারে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে।

ধনু:

গাড়ি বিক্রির জন্য ভাল যোগাযোগ। বাবার সঙ্গে সম্পত্তির নিয়ে আলোচনা। আজ কর্মক্ষেত্রে শত্রু তৈরি হতে পারে, সাবধানে থাকুন, বিপদের ঝুঁকি রয়েছে। প্রেমে ব্যর্থ হতে পারেন।

মকর:

মানসিক উদ্বেগ বাড়ার সম্ভাবনা। শরীরিক কষ্ট বৃদ্ধি, ভাল ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। সৃজনশীল মানুষদের জন্য আজকের দিনটি খুব ভাল যেতে চলেছে। বিবাহিত জীবন আরও সুখময় হতে চলেছে। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে।

কুম্ভ:

বাড়িতে অতিথি আসা নিয়ে বাবা মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। স্ত্রীর সঙ্গেও বিবাদের সম্ভাবনা। আজকের দিনটা একটু সাবধানে চলুন। আহত হওয়ার সম্ভাবনা। অর্থিক উন্নতির হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ।

মীন:

বিচ্ছেদের দিকে পা বাড়াতে চলেছে আপনার প্রেমের সম্পর্ক, সময় থাকতে ধরে নিন। অনেক দিনের লুপ্ত আশা আজ পূরণ হতে চলেছে। অর্থিক দিক আজ ভাল থাকবে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। সন্তানদের শরীরের খেয়াল রাখুন, অসুস্থ হতে পারে।

Related Articles