
The Truth of Bengal,Mou Basu: শীত আসছে। শীতে হোক কিংবা গরমে আপনার সাজে আলাদা মাত্রা যোগ করতে কেতাদুরস্ত স্মার্ট সানগ্লাসের জুড়ি মেলা ভার। সানগ্লাস শুধু স্টাইল স্টেটমেন্টই নয় তা আমাদের চোখকে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মির হাত থেকেও রক্ষা করে। তাই সঠিক স্টাইল স্টেটমেন্ট গড়ে তুলতে মুখের আদল অনুযায়ী সানগ্লাস বাছা জরুরি।
ফ্যাশনের ট্রেন্ড অনুযায়ী কোন কোন রকম সানগ্লাস পাওয়া যায়–
রাউন্ড সানগ্লাস বা গোলাকার ফ্রেমের সানগ্লাস সব মুখের আদলেই ভালো মানিয়ে যায়। এরকম সানগ্লাস কখনোই ফ্যাশন ট্রেন্ড থেকে হারিয়ে যায় না।
এভিয়েটর সানগ্লাসকে জনপ্রিয় করে তোলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। নয়ের দশকে টম ক্রুজকে ব্লকবাস্টার সিনেমা টপ গানে এভিয়েটর সানগ্লাস পরতে দেখা গিয়েছিল। বিমান চালানোর সময় সূর্যের আলো যাতে চোখে পড়ে চোখ না ধাঁধিয়ে যায় সে জন্য বিমানচালকরা এভিয়েটর সানগ্লাস পরেন। ফ্যাশনেবল ভার্সেটাইল এই সানগ্লাসের সরু স্লিক ধাতব ফ্রেম হয়। খুব হালকা ওজনের হয়। সাধারণত ২টি বা ৩টি ব্রিজ হয়। চোখের চেয়ে ৩ গুন বড়ো ফ্রেম হয় তাই চোখকে রক্ষা করে।
চশমার বিশেষ করে রোদচশমার জগতে বিখ্যাত নাম হল রে ব্যান ব্র্যান্ড। এভিয়েটরের মতোই টাইমলেস ক্লাসিক ওয়েফারার সানগ্লাসকেও জনপ্রিয় করে তুলেছে রে ব্যান। মহিলাদের অত্যন্ত স্টাইলিশ ফ্রেম হল ওয়েফারার সানগ্লাস।
প্রজাপতির ডানার আকারের মতো দেখতে বাটারফ্লাই সানগ্লাস। বিভিন্ন আকার ও সাইজে পাওয়া যায় এই সানগ্লাস।
কার্ভ বা বেঁকানো হয় সফট, সফিসটিকেডেড ক্যাট আই ফ্রেমের সানগ্লাস। ভিন্টেজ লুক পছন্দ হলে ক্যাট আই ফ্রেমের সানগ্লাস আপনার জন্য সেরা অপশন।
মুখের বেশির ভাগ অংশ রোদচশমায় ঢাকতে চাইলে হাত বাড়ান ওভাল সানগ্লাসের দিকে। ক্যাজুয়াল হোক কিংবা ফর্মাল, সব লুকেই মাননসাই।
হটকে অফবিট লুক পছন্দ করলে বেছে নিন ক্লাব মাস্টার সানগ্লাস। এই সানগ্লাসের লেন্সের ওপর দিকই ঢাকা থাকবে।
গোলাকার মুখের আদল আর রেট্রো, ক্যাজুয়াল বা স্পোর্টি লুক পছন্দ হলে বেছে নিন চওড়া ফ্রেমের স্কোয়্যার বা রেক্টাঙ্গেল সানগ্লাস।
দিনের অনেকটা সময় বাইরে বাইরে কাজ করলে ত্বক ও চোখকে রক্ষা করতে বেছে নিন শিল্ড সানগ্লাস।
খেলোয়াড়দের মতো লুক চাইলে বেছে নিন হালকা ওজনের স্টাইলিশ র্যাপ সানগ্লাস।
সিম্পল ক্লাসি অথচ ফ্যাশনেবল লুক পছন্দ করলে বেছে নিন ফ্রেমছাড়া রিমলেস সানগ্লাস।
গ্ল্যামারাস লুক পছন্দ করলে আবার চোখকে রক্ষা করতে চাইলে বেছে নিন ওভারসাইজড সানগ্লাস।
ফ্যাশনেবল ট্রেন্ডি আকর্ষণীয় লুক পছন্দ করলে বেছে নিন এমবেলিশড সানগ্লাস। ক্রিস্টাল, ধাতব জিনিস ফ্রেমে আটকানো থাকবে।
কীরকম মুখের আদলে কোন ফ্রেমের সানগ্লাস ভালো মানাবে?
ডিম্বাকৃতি মুখে ক্যাটসআই, এভিয়েটর, বাটারফ্লাই সানগ্লাস ভালো মানাবে।
গোলাকার মুখে ওয়েফারার, এভিয়েটর, বাটারফ্লাই, ক্যাটস আই ফ্রেমের সানগ্লাস ভালো মানাবে।
পান পাতার মতো মুখের আদল যাদের তাদের রিমলেস, এভিয়েটর, ওয়েফারার, রাউন্ড সানগ্লাস ভালো মানাবে।
চৌকো আকারের মুখ হলে এভিয়েটর, রিমলেস, ক্যাটস আই, রাউন্ড বা ওভাল শেপ, বড়ো মোটা ফ্রেমের সানগ্লাস ভালো মানাবে।
রেকট্যাঙ্গেল আকারের মুখে চওড়া ফ্রেমের সানগ্লাস, রাউন্ড বা এভিয়েটর সানগ্লাস ভালো মানাবে।