বাংলাদেশ ইস্যুতে সরগরম বিশ্ব রাজনীতি, এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
World politics is bustling over the Bangladesh issue, now Mamata Banerjee has opened her mouth

Truth Of Bengal: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল উত্তপ্ত। এর প্রভাব পড়েছে ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বেও। ভারতের রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। লোকসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদরা আলোচনা করেছেন। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি সংখ্যালঘু ইস্যুতে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের বাহিনী পাঠানোর কথা উল্লেখ করে মমতা বলেন, “সব দেশেই পরিস্থিতি শান্ত করার জন্য বাহিনী থাকে রাষ্ট্রপুঞ্জের কাছে। শ্রীলঙ্কাতেও রাজীব গান্ধির আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠানো হয়েছিল।” তিনি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল বাংলাদেশ দেখতে চান বলে জানান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের জনগণের মঙ্গল আমাদের কাম্য। দল বৈদেশিক ইস্যুতে কেন্দ্রের পদক্ষেপের পাশে আছে।” বাংলাদেশের নেতৃত্বহীন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তিনি।
এদিকে, মাছ ধরার সময় ভারতীয় জলসীমা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশের অভিযোগে ৬৯ জন পশ্চিমবঙ্গের মৎস্যজীবী গ্রেফতার হন। এ বিষয়ে কেন্দ্রের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। তিনি জানান, “রাজ্য সরকার তাদের সাহায্যের জন্য উকিল দিয়েছে।”
মমতা আরও বলেন, “পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত একসময় এক রাষ্ট্র ছিল। দেশভাগের পর আলাদা হয়ে গেলেও পরিবার, বাণিজ্যের সম্পর্ক রয়ে গেছে। ভারত-বাংলাদেশের মধ্যে ভৌগলিক সীমান্ত থাকলেও আমাদের মনের মধ্যে কোনও সীমান্ত নেই।” তিনি বাংলাদেশের সম্প্রীতির আহ্বান জানিয়ে বলেন, “তাঁরা ভাল থাক, শান্তিতে থাক।”