কলকাতা

লন্ডন সফর সফল, কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal CM Mamata Banerjee returns to Kolkata after successful London visit

Truth of Bengal: লন্ডন সফর শেষে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গত শনিবার লন্ডন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবারই তিনি ব্রিটেনের ঐতিহ্যবাহী শহরে পৌঁছান তিনি।মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর এককথায় সফল। বাণিজ্যে জোয়ার আসার মতোই শিক্ষায় নতুন সূর্যোদয়ের রাস্তা খুলে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধিদল নিয়ে ইউরোপের বৃহত্তম শহরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। লন্ডনে তাঁর ঠাসা কর্মসূচি ছিল।বাংলার  সমাজ বিকাশের বিকল্প ভাবনা থেকে নারী কল্যাণের অভিনব মডেলের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই অক্সফোর্ডে যান তিনি। বিশ্বমঞ্চে তিনি বাংলার সাফল্যের যাবতীয় তথ্যও পরিসংখ্যান তুলে ধরেন। ২০১১ থেকে ২০২৪- কিভাবে ১৫ বছরে বাংলা বদলে গেছে,কিভাবে উন্নয়নের শিখরে পৌঁছে গেছে তা বিশদে ব্যাখা করেন তিনি।

তাঁর বক্তব্য মাত করে অক্সফোর্ডের কেলগ কলেজের মঞ্চ।মুখ্যমন্ত্রীর বক্তব্যে অভিভূত হন বিলেতের গুণীজনরা। বাঙালি অনাবাসীরাও মুখ্যমন্ত্রীর প্রাঞ্জল ভাষায় আর্থ-সামাজিক বিকাশের কথা শুনে খুশি হন। অক্সফোর্ডে মানবতাবাদী দর্শন,সমাজকল্যাণের বাস্তব অভিজ্ঞতা গবেষকদের সামনে তুলে ধরা নজর কাড়েন। তাঁর সবর্জন হিতায় সর্বজন সুখায়-এই ভাবনা ব্রিটেনের শিক্ষামহলকে আলোড়িত করে।

অক্সফোর্ডের ক্যাম্পাস কলকাতায় করার প্রস্তাবও লন্ডন –কলকাতা উড়ান পরিষেবা চালু করার আবেদন বিশেষ ছাপ রেখেছে। ব্রিটেনের বাণিজ্য গোষ্ঠী বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।আগামীতে তাঁরা বাংলায় আসতে চান। বিশ্বসভায় বাংলাকে তুলে ধরার প্রয়াস  ও  শিল্প-বাণিজ্যে বাংলার সম্ভাবনার কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর  কথা।

বিকল্প আর্থিক নীতি আর বেকেন্দ্রীকরণের ভাবনা কিভাবে বঙ্গকে বিশ্বমানচিত্রে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে তা প্রশাসনিক প্রধান তাঁর বক্তব্যে তুলে ধরতে তত্পর হন । ব্রিটিশদের সঙ্গে বাংলার আত্মিকও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে শিল্প-সংস্কৃতির মতোই আর্থিক-বাণিজ্যিক মেলবন্ধনের সুযোগ সৃষ্টি করতে প্রশাসনিক স্তরেও উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles