কলকাতারাজ্যের খবর
Trending

এবার উত্তরে ভারী বৃষ্টির ভ্রুকুটি , আবহাওয়া দফতর যা জানাচ্ছে

Weather Update

The Truth Of Bengal: আশঙ্কা ছিল আগেই । সেই মতোই শহর থেকে জেলা তছনছ করেছে শক্তিশালী রেমাল।  ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ভেঙে পড়েছে গাছ। হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল সোমবার সন্ধ্যার পর থেকে কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি হবে। আর ঠিক সেই রকমই হয়েছিল।

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে চলেছে। আর যেহেতু রেমাল আপাতত দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে সেই কারণে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । তবে ভারী  বৃষ্টিপাত না হলেও , মঙ্গলবার থেকে  দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।   আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে , দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাত না হলেও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায়। এই বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়াও বইবে, দক্ষিণবঙ্গে। তবে এই বৃষ্টিপাতের জন্য কোনো সতর্কবার্তা জারি করেনি হওয়া অফিস।

প্রসঙ্গত , দক্ষিণবঙ্গে রেমালের দাপট কাটলেও, মঙ্গলবার উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতার ফলে  আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে উত্তরবঙ্গে মঙ্গলবার কমলা সতর্কতা জারি করেছে। উল্লেখ্য, উত্তর বঙ্গে মঙ্গলবার সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুর দুয়ারে । উত্তরবঙ্গের এই তিন জেলায় বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং ও কালিংপং। হাওয়া অফিস আরও জানিয়েছে , এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles