কলকাতা

যন্তরমন্তরে ধরনা থেকে আমরণ অনশন, লাগাতার কর্মসূচী ঘোষণা চাকরিহারা শিক্ষকদের

Unemployed teachers announce continuous action program, from dharna to hunger strike at Jantar Mantar

Truth Of Bengal: ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আদালতের মতে, এই নিয়োগ প্রক্রিয়া ছিল ‘অসাংবিধানিক’ এবং এতে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র ছাপ স্পষ্ট। এই রায় ঘোষণার পর থেকেই হতাশা আর ক্ষোভে ফুটছে চাকরি হারানো প্রার্থীরা।

যদিও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, “যোগ্য একজনেরও চাকরি যাবে না,” কিন্তু প্রার্থীদের মনে সেই আশ্বাসে সান্ত্বনা নেই। বরং তাঁরা বিশ্বাস করছেন, সময়ক্ষেপণ করে তাঁদের আন্দোলন ভাঙার চেষ্টা চলছে। তাই এবার লাগাতার আন্দোলনের পথে হাঁটছেন তাঁরা।

রবিবার আন্দোলনকারী প্রার্থীরা এক সাংবাদিক সম্মেলনে আগামী কর্মসূচীর রূপরেখা তুলে ধরেন—

আন্দোলনের কর্মসূচী:

১৪ এপ্রিল: আম্বেদকরের জন্মজয়ন্তীতে বিশেষ কর্মসূচী। বিকেল ৫টা থেকে ওয়াই চ্যানেলে ধরনায় বসবেন। সঙ্গে থাকবেন আইনজীবী ও বিচারকরা।

১৬ এপ্রিল: দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ শুরু হবে। আন্দোলনকারীদের একাংশ আগের দিনই রওনা দেবেন।

১৭ এপ্রিল: শিক্ষকরা ব্যাজ পরে বিদ্যালয়ে কাজ করবেন— “যোগ্যদের ন্যায্য বিচার চাই” বার্তা নিয়ে।

১৮-১৯ এপ্রিল: জেলায় জেলায় মিছিল, পথসভা ও গণস্বাক্ষর সংগ্রহ।

২২ এপ্রিল: গণস্বাক্ষর জমা দিয়ে রাজভবনে ডেপুটেশন প্রদান।

২৩ ও ২৮ এপ্রিল: রাস্তায় প্রতিবাদ কর্মসূচী। বিস্তারিত পরে জানানো হবে।

১-৭ মে: রিলে অনশন কর্মসূচী।

৮ মে: আমরণ অনশন শুরু।

চাকরি হারানো প্রার্থীদের মতে, “আমরা অপেক্ষা করতে করতে ক্লান্ত। এবার না লড়লে আর কোনও আশা থাকবে না।”

রবিবারই স্কুল শিক্ষাদপ্তরে ‘যোগ্য’ প্রার্থীদের একটি তালিকা পাঠানো হয়েছে এসএসসি-র পক্ষ থেকে। এখন দেখার, রাজ্য সরকার এই তালিকার ভিত্তিতে কী পদক্ষেপ নেয়। তবে আপাতত রাস্তাই ভরসা করে এগিয়ে যেতে প্রস্তুত চাকরি হারানো ‘যোগ্য’ প্রার্থীরা।

Related Articles