পড়ুয়া আহত হওয়ায় তুলকালাম নব-নালন্দায়, ক্ষমা চাইলেন প্রিন্সিপ্যাল
Tulkalam Naba-Nalanda in trouble after student injured, principal apologizes

Truth Of Bengal: সোমবার সকালে উপরের তলা থেকে আচমকা ভেঙে পড়ে কাচ। তাতে দুই পড়ুয়া জখম হয়।একজনের হাতে ও অন্যজনের মাথায় আঘাত লাগে। যে পড়ুয়ার হাতে চোট লেগেছ তাকে প্রাথমিক চিকিত্সার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অন্যজনের মাথায় চোট লাগায় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরই তুলকালাম বাধে স্কুলে। বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রিন্সিপাল অরিজিৎ মিত্র এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন। মঙ্গলবার বৈঠক ডেকেছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কাচ ভেঙে পড়ে জখম হন নবম শ্রেণির দুই পড়ুয়া। এক পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও অন্য পড়ুয়ার আঘাত গুরুতর ছিল। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ওই পড়ুয়ার নাম প্রিয়ম দাস। তার মাথায় চোট লেগেছে। প্রায় ৪০টি সেলাই করতে হয়েছে। যে পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, তার নাম সৃঞ্জয় রায়।
সোমবার সকাল ৭টা নাগাদ স্কুলে ঢুকছিল পড়ুয়ারা আচমকাই উপরের তলা থেকে কাচ ভেঙে পড়ে। যারফলে নবম শ্রেণির দুই পড়ুয়া জখম হয়। একজনের হাত এবং আরেক জনের মাথায় চোট লাগে। মাথায় চোট লাগায় পড়ুয়াকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিত্সার জন্য। স্কুলের মধ্যে কাচ ভেঙে দুই পড়ুয়া জখম হওয়ার পরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। সাদার্ন অ্যাভিনিউ এলাকা তপ্ত হয়ে ওঠে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসন্তোষ ব্যক্ত করেন পড়ুয়াদের বাবা-মা।
নবনালান্দা স্কুলের প্রিন্সিপ্যালের ভূমিকায় চরম ক্ষোভ ছড়ায়। স্কুলের তরফে যোগাযোগ ও পরিকাঠামোর সমস্যাও রয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভরত অভিভাবকরা। শুধু সোমবারের এই ঘটনাই নয়, নানা বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন পড়ুয়াদের মা-বাবারা। অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় স্কুলে। পরিস্থিতি সামাল দিতে সেখানে যায় টালিগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, অভিভাবকদের কাছ থেকে ফি নেওয়া হলেও অ্যাম্বুল্যান্স পরিষেবা মেলে না। অভিভাবকরাই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান। স্কুলের তরফে যোগাযোগ ও পরিকাঠামোর সমস্যাও রয়েছে বলে অভিযোগ করেন ক্ষুব্ধ অভিভাবকরা। চাপের মুখে প্রিন্সিপ্যাল অরিজিত মিত্র ক্ষমা চেয়ে নেন।
প্রিন্সিপ্যাল অরিজিৎ মিত্র অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, “এটি একটি দুর্ঘটনা। স্কুলে রক্ষণাবেক্ষণের বিষয়ে নজর রাখা হচ্ছে। আগামী দিনেও রাখা হবে।ক্ষোভ নিরসনে মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ বৈঠক ডেকেছেন।