কলকাতা
Trending

সল্টলেকে উচ্ছেদের প্রস্তুতি শুরু করল পুলিশ

The police started preparations for the evacuation of Salt Lake

The Truth Of Bengal: পুর বৈঠকে সরকারি জমি জবর দখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মন্ত্রী সুজিত বোস ও গৌতম দেবের নাম করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সল্টলেকের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের বাইরে বেআইনিভাবে ফুটপাত দখল এর তথ্য সামনে আনেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশন প্রশাসনের। মঙ্গলবার সকাল থেকেই বিধান নগরে উচ্ছেদে প্রস্তুতি শুরু করল পুলিশ। ফুটপাত দখল করে যে দোকানগুলি রয়েছে তারমধ্যে 37 নম্বর ওয়ার্ডের বিধান নগর দক্ষিণ থানার অন্তর্গত প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের বাইরের একাধিক দোকান রয়েছে।

দোকানগুলির মালিকদের ফোন নাম্বার ও তথ্য সংগ্রহ করল পুলিশ। তথ্য খতিয়ে দেখা হবে কারা বৈধ আর কারা অবৈধ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন।

Related Articles