কলকাতা

মা ফ্লাইওভারে ফের পথ দুর্ঘটনা, পলাতক চালক

Road accident on Maa flyover

The Truth of Bengal: ফের মা ফ্লাইওভারে পথ দুর্ঘটনা। সকাল সাড়ে ৯ টা নাগাদ মা ফ্লাইওভারে ডিভাইডারে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা সল্টলেকমুখী একটি শাটল গাড়িতে। যেই জায়গায় ডিভাইডারে ধাক্কা মেরেছে গাড়িটি সেটা আইটিসি রয়াল বেঙ্গলের কাছে।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। তবে ঘাতক গাড়ির চালক পলাতক। সপ্তাহের ব্যস্ততম দ্বিতীয় দিনে এমন ঘটনা স্বাভাবিকভাবেই নাকাল হতে হয় অফিস যাত্রীদের । তবে এই ঘটনায় গুরুতর ভাবে কেউ আহত হয়নি। ঘাতক গাড়ির চালকের খোঁজ চলছে।

Related Articles