কলকাতা

R G KAR Case: ফের রাত দখলের ডাক, অভয়ার মৃত্যুবার্ষিকীতেও ‘কালীঘাট চলো’র আহ্বান

One year after the horrific rape and murder of a woman doctor at Kolkata’s RG Kar Medical College

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গতবছর ৯ই অগাস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল গোটা বাংলায় (R G KAR Case)। ৮ থেকে ৮০, প্রায় সকলেই রাস্তায় নেমে এই নারকীয় কান্ডের প্রতিবাদ করেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে একহাত নেয় বিরোধীরা। যদিও ঘাসফুল শিবিরের তরফ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়। এক কথায় বলতে গেলে, গোটা রাজ্য যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল।

[আরও পড়ুন: Shailjanand Mukherjee: সাহিত্য ও চলচ্চিত্রে অনন্য ব্যক্তিত্ব শৈলজানন্দ মুখোপাধ্যায়]

এবার সেই ঘটনার এক বছর হতে চলল, তাই বড় কর্মসূচির ডাক দেওয়া হল অভয়া মঞ্চের তরফ থেকে। সোমবার তারা সাংবাদিক বৈঠক করে এবং জানায় সেদিন তারা কি কর্মসূচি নেবে। তাদের বক্তব্য, দলমত নির্বিশেষে যেন মানুষ সেখানে হাজরা মোড়ে জড়ো হন এবং সেখান থেকে তাঁরা যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দিকে। পাশাপাশি, অন্যান্য জেলাতেও প্রতিবাদ কর্মসূচি করা হবে বলেও জানিয়েছে তারা (R G KAR Case)।

FB POST: https://www.facebook.com/share/v/16zN1WEfNz/

এরপর ১৪ই আগস্ট কর্মসূচি প্রসঙ্গেও যাবতীয় সবকিছু তুলে ধরে অভয়া মঞ্চ। তাদের বক্তব্য, গত বছরের মতো এবারও ‘রাত দখল’এ নামবেন সকল সদস্যরা। রাত ১২টা পেরিয়ে গেলেই স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের তরফ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং এরপর নামা হবে ‘রাত দখল’ অভিযানে। রাজ্যের সকল সাধারণ মানুষকে যোগদান করার আহ্বান জানানো হয়েছে।

[আরও পড়ুন: Shamik Bhattacharya: “সিবিআইয়ের ভূমিকায় দল ক্ষুব্ধ” অকপট শমীক]

প্রসঙ্গত, ৯ই আগস্ট, অরাজনৈতিক নবান্ন অভিযানে না আমার কথা ঘোষণা করেছেন অভয়ার বাবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে। সকলকেই, রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে আন্দোলনে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। এবার দেখার বিষয় যে রাজ্য সরকার এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করে। নবান্নের তরফ থেকে কি ব্যবস্থা করা হবে? কি হয় সেদিন? সেটাই এখন দেখার বিষয় (R G KAR Case)।

Related Articles