কলকাতা

২৪ ঘণ্টার মধ্যে বড় সাফল্য পুলিশের, গল্ফগ্রিন কাটা মুন্ডু কাণ্ডে আটক এক

Police make big breakthrough in 24 hours, one arrested in golf green cutting case

Truth Of Bengal: ২৪ ঘণ্টার মধ্যেই গল্ফগ্রিনের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হওয়া মহিলার কাটা মুন্ডু নিয়ে তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তিনটি থানার অফিসারদের সমন্বয়ে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) অভিযুক্ত সন্দেহে একজনকে আটক করেছে। সূত্রের খবর, আটক ব্যক্তির নাম আতিকুর লস্কর, যিনি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসকডাঙা পঞ্চগ্রামের বাসিন্দা।

তদন্তকারীরা জানিয়েছেন, গল্ফগ্রিন থেকে উদ্ধার হওয়া কাটা মুন্ডুর পরিচয় পাওয়া গিয়েছে। মৃতার নাম খাদিজা বিবি। তিনি মুড়াগাছা কালীতলা পারুল গ্রামের বাসিন্দা এবং বিয়ে হয়েছিল মগরাহাটের রাধানগর গ্রামে। ঘটনার সূত্র ধরে তদন্ত চালিয়ে দক্ষিণ ২৪ পরগনায় পৌঁছে আতিকুর লস্করের খোঁজ পায় SIT। রাতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমঘটিত সমস্যার কারণেই খাদিজার মৃত্যু। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে শ্বাসরোধের পর তাঁকে হত্যা করা হয় এবং এরপর তাঁর গলা কেটে দেহাংশ গল্ফগ্রিনের ভ্যাটে ফেলে দেওয়া হয়।

তদন্তকারীরা আরও জানতে চেষ্টা করছেন, খাদিজা ও আতিকুরের মধ্যে কী সম্পর্ক ছিল এবং এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আসল কারণ কী। SIT দ্রুত এই ঘটনার কিনারা করতে বদ্ধপরিকর।

পুলিশ আশা প্রকাশ করেছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির আওতায় আনা যাবে।

Related Articles