কলকাতা

বামেদের ব্রিগেডের মেনুতে নতুন চমক! এবার মেনুতে ডিম- ভাত

New surprise on the menu of the Left Brigade! Now the menu includes eggs and rice

Truth of Bengal:  তীব্র গরম। তাই নুন-জল নিয়ে ব্রিগেডমুখী হয়েছিলেন বাম সমর্থকেরা। সকাল থেকে নন্দীগ্রাম, মহিষাদল, হলদিয়া, নন্দকুমার, তমলুক-সহ পূর্ব মেদিনীপুরের সব জায়গা থেকেই বাসে চেপে আবার কেউ ট্রেনে করে ব্রিগেড ময়দানে আসেন জেলার বাম কর্মী সমর্থকরা।আর তাদের জন্য ডিম- ভাতের ব্যবস্থা করে বামেরা।

দুপুরে তা খেয়ে পেট ভরাচ্ছেন দলের কর্মী থেকে শুরু করে সমর্থকেরা। বলা বাহুল্য, ব্রিগেডের সঙ্গে যুক্ত রয়েছে নস্টালজিয়া। একটা সময় ছিল যখন বামেদের এই ব্রিগেডে সুদূর গ্রাম থেকে মানুষ আসতেন রুটি নিয়ে। কেউ আবার মুড়ি। কিন্তু এবারের বামেদের ব্রিগেডে দেখা গেল একেবারে অন্য চিত্র।

দুপুরে ডিম- ভাত খেয়ে পেট ভরাচ্ছেন ব্রিগেডে আসা বাম সমর্থকেরা। বাঁকুড়া থেকে আসা এক বাম কর্মী জানিয়েছেন, অনেক সকালে এসেছি। খিদে পেয়েছে। ডিম ভাত খেলাম। বলা বাহুল্য, ব্রিগেডের সমাবেশ মানে সকলেরই চেনা মেনু হল ডিম-ভাত।   দুপুরে পেট ভরবে, অথচ পুষ্টিকর খাবারের মধ্যে ডিমের যে বিকল্প নেই তা বলার অপেক্ষা রাখে না। তাই দূরের জেলা থেকে যে সকল কর্মী-সমর্থকরা আসেন তাদের জন্য দলের তরফে করা হয়ে থাকে। আর এবার সেই মেনুই থাকল বামেদের ডাকা ব্রিগেডে।

Related Articles