কলকাতা

লক্ষ্য জাতীয় নিরাপত্তা! সীমান্ত সুরক্ষায় বিএসএফকে আরও জমি দিল রাজ্য সরকার

National security is the goal! State government gives more land to BSF for border security

Truth of Bengal: বাংলাদেশ সীমান্তে অশান্তি বাড়ছে, চোরাচালান ও অনুপ্রবেশের ঘটনা বাড়ার অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে জাতীয় সুরক্ষা জোরদার করতে বিএসএফ-কে আরও জমি দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে নদিয়ার করিমপুরে বিএসএফকে জমি দেওয়া হয়েছিল। এবার উত্তরবঙ্গের আরও দুই জেলায়— জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ০.০৫ একর ও মালদহের নারায়ণপুরে ১৯.৭৩ একর জমি বরাদ্দ করা হয়েছে। জানা গেছে, সীমান্ত রক্ষা ও বেড়া দেওয়ার কাজে এই জমি ব্যবহার করবে বিএসএফ।

সীমান্ত সুরক্ষায় বিএসএফ আগেই রাজ্যকে জানিয়েছিল যে, তাদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়তে জমির অভাব হচ্ছে। রাজ্য সরকার সেই অনুরোধ মেনে একাধিক জায়গায় জমি দিচ্ছে। বিরোধীরা বারবার অভিযোগ করছিল যে, রাজ্য সরকার সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। তবে এদিনের সিদ্ধান্তে সেই অভিযোগ মিথ্যে প্রমাণিত হলো।

সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বেড়েছে। চোরাচালান, অনুপ্রবেশ ও বাংলাদেশি দুষ্কৃতীদের কার্যকলাপ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মালদহের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ এসেছে, সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা ভারতে প্রবেশ করে ফসল চুরি করছে ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও হিন্দু নির্যাতনের ঘটনায় বহু মানুষ দেশ ছাড়তে চাইছেন। ফলে অনুপ্রবেশের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণেই ভারত সরকার সীমান্তে নজরদারি আরও কঠোর করছে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চালাচ্ছে। রাজ্যের তরফে বিএসএফকে জমি দেওয়ার এই সিদ্ধান্ত সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Related Articles