বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক প্রদান,পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Monthly honorarium to eminent sportspersons

The Truth of Bengal: রাজ্যের ক্রীড়া ব্যক্তিত্বদের বৃহস্পতিবার ‘খেলাশ্রী’ পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার ও সম্মান জ্ঞাপনের পাশাপাশি প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক প্রদান করা হবে। অনুষ্ঠানের আয়োজক, রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতর।
উল্লেখ্য, ক্রীড়া জগতকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়াই রাজ্য সরকারের মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য মাথায় রেখে চালু করা হয়েছে খেলাশ্রী প্রকল্পটি। মূলত স্কুল , কলেজ, মাদ্রাসা ক্লাব স্তরের খেলোয়াড়দের উৎসাহ প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদ তৈরি করা এবং বাংলার উন্নয়নে সহায়তা করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। সেই কথা মাথায় রেখে ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের বিশেষ সাম্মানিক প্রদান অনুষ্ঠান।