যতকান্ড যাদবপুরে, এবার অধ্যাপক ওমপ্রকাশকে ঘিরে তুমুল বিক্ষোভ
Massive protests erupt in Jadavpur over Professor Om Prakash

Truth Of Bengal: যাদবপুর আছে যাদবপুরেই। আবারো উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভের মুখে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। আর এই নিয়ে হইহট্টোগোল হয় সপ্তাহের প্রথম কাজের দিনে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অশান্তির আবহে হেনস্থা হতে হয় ওম প্রকাশ বাবুকে।
যতকান্ড যাদবপুরে, এবার অধ্যাপক ওমপ্রকাশকে ঘিরে তুমুল বিক্ষোভ pic.twitter.com/Sd5x0MkxYw
— TOB DIGITAL (@DigitalTob) March 10, 2025
উপাচার্য অসুস্থ ছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আগামী ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে বৈঠক হতে চলেছে। আর সেই আবহের মধ্যেই হেনস্থার শিকার হতে হল ওমপ্রকাশ মিশ্রকে। ওমপ্রকাশ মিশ্র তৃণমূলপন্থী অধ্যাপক হিসেবে পরিচিত। তার এই হেনস্থার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাম ও অতিবাম সংগঠনগুলির আচরণ তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের দাবি বিশ্ববিদ্যালয়ের অশান্তি জিইয়ে রাখতে চাই সেখানকার ছাত্র সংগঠন গুলি। বিশ্ববিদ্যালয় শান্তি ফিরুক তা চাইছে না তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর সিদ্ধান্ত নিক দাবি তৃণমূলের। বিশ্ববিদ্যালয়ের জট কাটাতে বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামগ্রিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে পর্যালোচনা হওয়ার কথা। তার মধ্যেই ওমপ্রকাশ মিশ্রের হেনস্থা হওয়ার ঘটনা।