কলকাতা

ইএম বাইপাসের ধারে গ্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

Massive fire breaks out in garage near EM Bypass, four fire engines at the scene

Truth of Bengal: শনিবার সকালে ইএম বাইপাসের ধারে আরুপোতায় এক গ্যারাজে আচমকা অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। গ্যারাজে রাখা একাধিক গাড়ি আগুনে পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আগুনের কারণ এখনও জানা যায়নি। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আর আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে গ্যারাজ থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। কাছে গিয়ে দেখতে পান, একের পর এক গাড়ি দাউ দাউ করে জ্বলছে! মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।

দমকল সূত্রে খবর, শনিবার সকাল ১১টা ৮ মিনিটে আগুন লাগার খবর আসে। চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। গ্যারাজের বাইরে থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন কিছুটা কমানো সম্ভব হয়েছে, তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে।

স্থানীয়দের মতে, অন্তত ১০-১২টি গাড়ি আগুনে পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নারকেলডাঙায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় দমকলের ১৬টি ইঞ্জিনের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সেখানে এক ব্যক্তির মৃত্যু হয় এবং স্থানীয় কাউন্সিলরকে শো-কজ করে তৃণমূল।

আরুপোতার এই অগ্নিকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেই ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে দমকল বিভাগ।

Related Articles